``Girlfriend'' একটি চমৎকার ইসলামিক শর্টফিল্ম
লিখেছেন লিখেছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ১৫ এপ্রিল, ২০১৬, ০১:৫৭:২০ রাত
একজন তরুণ। উঠতী বয়সের তরুণ। যৌবনদীপ্ত টগবগে যুবক। একদিন হঠাত, ফোন।
অপরপাশে একজন তরুণী। ফোনে গড়ে উঠতে চায় প্রেম। ছেলেটির মনে রঙিন স্বপ্ন খেলা করে। ফুরফুরে হয়ে ওঠে মুহূর্তেই। তারপর ভালো লাগতে শুরু করে।
একদিন,
মেয়েটি নির্জনে নিজের বাসভবনে ডাকে।
কিন্তু,
ছেলেটির মনে ছিলো আল্লাহর ভয়। তবে ক্ষণিকের জন্য বিপথগামী হতে ধরেও কীভাবে ফিরে এলো সেখান থেকে জানতে হলে বাকিটা দেখে নিন...
লিঙ্কঃ এখানে
বিষয়: বিবিধ
১৫৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক
মাঝে মাঝে মনে হয়
এগুলো একটা চক্রান্ত
তাছাড়া টিভি দেখতে গেলেও শ্লীল/অশ্লীল উভয় ধরনের চ্যানেল আছে। আপনি কি দেখবেন সেটা আপনার ব্যাপার।
এই জিনিসগুলি প্রভাব ফেলে মানব মনে। আমি নরমালি টিভি দেখিনা, আর বেপর্দা নারী টারীতে আমার এলার্জি নেই, শপিং মল জিনিসটা এমনিতেই এড়িয়ে চলি। এখানে একজন নারীকে প্রদর্শন করা হচ্ছে মাথায় হিজাব আছে এই অজুহাতে- এটার আমি বিরোধীতা করেছি। ভাল কিছু করতে গিয়ে তার সাথে খারাপের মিশ্রণ ঘটানো হয়, তখন সেই ভালো দুষিত হয়ে পরে তাতে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হয়।
জাঝাকাল্লাহু খইরন।
মন্তব্য করতে লগইন করুন