আমার বিষন্নতা
লিখেছেন লিখেছেন বিবেকের আদালত ০৩ জুন, ২০১৩, ০১:৪৮:৫১ রাত
রাত নিঝুম। ঝি ঝি পোকারা অবিরাম ডেকে চলেছে।মাঝে মাঝে প্রভু ভক্ত কুকুরের সতর্ক চিত্কারে মধ্যরাতের নীরবতা ভেংগে একটা হাহাকারের মত উঠে।সারাদিনের কর্মব্যাস্ত মানুষগুলো এখন ঘুমিয়ে আছে। কেউ কেউ জেগে আছে বিভিন্ন কারণে। তাদের অনেকেই রাতে কথা তেমন একটা বলেনা। আর বল্লেও রাতের নীরবতাকে সন্মান জানিয়ে সেটা সফ্ট্লি বলে। তেমনি সতর্ক ভাবে কেউ হয়ত তার প্রিয়তমের সাথে হৃদয়ের উষ্ণতা বিনিময় করছে। আমার স্ত্রী আমার জন্য দীর্ঘ সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করে অবশেষে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। আমি জেগে আছি নির্ঘুম চোখে।রাতের স্তব্ধতার মতই আমাকে আমার বিবেক নিয়ে গেছে কল্পলোকের এক বিষন্ন জগতে। জন্ম মৃত্যুর ফ্রেমে বাঁধা জীবন । অবধারিত মৃত্যুর দিকে ক্রমান্বয়ে শৈশব কৈশোর পেরিয়ে যৌবনের মধ্যাহ্নে এসে পিছনে ফিরে দেখি এক মায়াবী জগত।কুঁড়ে ঘরে জন্ম।বর্ষার অঝোর বৃষ্টির বর্ষনে ঘরের চাল ভেদ করে উশিলার পানিতে বিছানা ভিজে গেছে। (চলবে)
বিষয়: সাহিত্য
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন