আমি সুখী।
লিখেছেন লিখেছেন ইব্রাহীম মাহমুদ ২৫ জুন, ২০১৩, ০৩:০৬:২৪ দুপুর
যদি আমায় প্রশ্ন কর,
তুমি কি এখন সুখী?
মুচকি হেসে বলবো আমি,
থাকবো কেন দুখী?
আমার কাছে সুখের অর্থ,
নয়ত সবার মত।
সুখকে নিয়ে মতানৈক্য,
থাকুকনা ভাই শত।
সীমিত মোর চাওয়া পাওয়া,
সন্তোষ রাখি মনে।
সুথী মানুষ তাইতো আমি,
লক্ষ-কোটি জনে।
ই. মাহমুদ
বিষয়: সাহিত্য
১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন