আল্লাহ আমাদের রব

লিখেছেন লিখেছেন আবু লাবিব ২৮ মে, ২০১৩, ০৩:২০:২৩ দুপুর

সূরা হামীম আস সাজদাহর ৩০ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন: 'যারা ঘোষণা করেছে , আল্লাহ আমাদের রব, অতপর তার ওপরে দৃঢ় ও স্হির থেকেছে , নিশ্চিত তাদের কাছে ফেরেশতারা আসে এবং তাদের বলে, ভীত হয়ো না, দুঃখ করো না এবং সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।' আয়াতটি পড়ে আমি মনে করেছিলাম আল্লাহকে রব বলে ঘোষণা দিয়ে একথার ওপর মযবুত থাকাটা খুব একটা কঠিন কাজ নয়।কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্হিতিতে আল্লাহকে রব বলে মেনে নিয়ে একথার ওপর দৃঢ়ভাবে টিকে থাকা যে কত কঠিন ও সাহসিকতার ব্যাপার তা প্রতিটা ঈমানদার ব্যক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দেশের বর্তমান ভয়াবহ পরিস্হিতির ফলে আয়াতটির সঠিক মর্ম উপলব্ধি করতে পেরেছি।

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File