পাকিস্তান বনাম ভারত; সামরিক সক্ষমতায় কে এগিয়ে?

লিখেছেন লিখেছেন মোঃ হাম্মাদুর রহমান ১০ মে, ২০১৪, ০৮:৩৭:৩৫ রাত



এখন যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে? পাকিস্তান নাকি ভারত

বিশ্বের যে কয়টা বর্ডার সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ তার মধ্যে ভারত-

পাকিস্তান বর্ডার। ১৯৪৭ সালে ভারত যেমন পাকিস্তান সৃষ্টি মেনে নিতে পারেনি, তেমনি কাশ্মিরের ভারতের অন্তুরভুক্ত হওয়াও পাকিস্তান মেনে নিতে পারেনি । এই কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৯৯ সালে তিন তিনবার যুদ্ধ সংঘটিত হয়। এবং বাংলাদেশ নিয়ে ১৯৭১ সালে। যদিও এখনো কাশ্মির সমস্যা সমাধান হয়নি । তাই ভবিষ্যতেও অপ্রত্যাশিত যুদ্ধ হতে পারে।

যুদ্ধ হয় সাধারণত দুটি জিনিসের মাধ্যমে। যুদ্ধাস্ত্র এবং যুদ্ধকৌশল। যুদ্ধ কৌশল একটি আপেক্ষিক বিষয়। বিভিন্ন দেশ বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে এবং যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করে।

যুদ্ধাস্ত্র বিভিন্ন দেশ অন্যদেশ থেকে সংগ্রহ করে এবং নিজেরাও তৈরি করে। এটিও গোপন রাখার চেষ্টা করা হয়, আবার অনেক সময় অনেক কিছু প্রকাশও করে।



রাশিয়া থেকে কেনা ভারতের মিগ-২৯ বিমান

ভারত পাকিস্তান বেশিরভাগ অস্ত্র অন্য দেশ থেকে ক্রয় করে। এক্ষেত্রে ভারত রাশিয়ার উপর এবং পাকিস্তান চীনের ওপর অনেকাংশে নির্ভর করে। উভয় দেশই নিজস্ব প্রযুক্তিতে একাধিক মডেলের ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে।



চীন থেকে আমদানি করা পাকিস্তানের আল-খালিদ এমবিটি ট্যাংক

যেহেতু সবদেশই সামরিক ক্ষমতা গোপন রাখার চেষ্টা করে তাই যেকোনো দেশের প্রকৃত অবস্থা জানা অত্যন্ত কঠিন। তাই এখানে যে পরিসংখ্যান প্রকাশ করলাম সেটা তাদের প্রকাশিত সামরিক অবস্থার উপর নির্ভর করে বানানো।



পাকিস্তানের মিসাইল ও এর রেঞ্জ

এই পরিসংখ্যানটি সব ধরণের ক্ষেপণাস্ত্র বর্জিত (কারণ জানিনা কে কতপ্রকার বানাইছে)। আর গত বছর প্রকাশিত মার্কিন তথ্যে বলা হয়, পাকিস্তানের কাছে ৯০ থেকে ১১০টি এবং ভারতের কাছে ৬০ থেকে ৮০টি পরমাণু বোমা আছে।



ভারত=পাকিস্তান

মোট জনসংখ্যাঃ

১,২২০,৮০০,৩৫৯=১৯৩,২৩৮,৮৬৮

মোট সামরিক বাহিনীঃ

১,৩২৫,০০০=৬১৭,০০০

মোট রিজার্ভ সেনাঃ

২,৩২৫,০০০=৫১৫,০০০

মোট এয়ারক্র্যাফটঃ

১,৭৮৫=৮৪৭

মোট হেলিকপ্টারঃ

৫০৪=২৬৩

বিমানবন্দরঃ

৩৪৬=১৫১

মোট এমবিটি ট্যাংকঃ

৩৫৬৯=৩১২৪

মোট এএফভিঃ

৫,০৮৫=৩১৮৭

মোট এসপিজিঃ

২৯০=৪৭০

আর্টিলারি কামানঃ

৬,৪৪৫=৩২৬৫

মাল্টিপোল রকেট লাঞ্চারঃ

২৯২=২০০

মোট বাণিজ্য জাহাজঃ

৩৪০=১১

গুরুত্বপূর্ণ বন্দরঃ

৭=২

মোট যুদ্ধজাহাজঃ

১৮৪=৭৪

বিমানবাহী জাহাজঃ

২=০

মোট সাবমেরিনঃ

১৭=৮

মোট ফ্রিগেটঃ

১৫=১১

মোট ডেস্ট্রয়ারঃ

১১=০

মাইনশনাক্তকরণ জাহাজঃ

৭=৩

মোট পেট্রোলজাহাজঃ

৩২=১২



ভারতের অগ্নি-৫ মিসাইল ও এর রেঞ্জ

সামরিক খাতে পাকিস্তানের সফলতা হচ্ছে চীনের সহায়তায় অত্যাধুনিক JF-17 Thunder যুদ্ধবিমান সহ আরও অনেক যুদ্ধাস্ত্র পাকিস্তান নিজেই তৈরি করছে। অন্যদিকে ভারত অগ্নি সিরিজের দূরপাল্লার ব্যালেস্টিক মিসাইল করেছে।



পাকিস্তানের JF-17 Thunder এয়ারক্র্যাফট

পরবর্তী পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ ও সেগুলোর ফলাফল নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

বিষয়: আন্তর্জাতিক

৩৪১২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219960
১০ মে ২০১৪ রাত ০৮:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : বাংলাদেশের কথা করেন না কেন?
১০ মে ২০১৪ রাত ০৮:৪৩
167665
মোঃ হাম্মাদুর রহমান লিখেছেন : লিখবো ইনশাআল্লাহ।
219989
১০ মে ২০১৪ রাত ০৯:৫৯
পাহারা লিখেছেন : পিলাচ
১০ মে ২০১৪ রাত ১০:২৫
167684
মোঃ হাম্মাদুর রহমান লিখেছেন : ধন্যবাদ
220005
১০ মে ২০১৪ রাত ১০:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose অনেক ধন্যবাদ
১১ মে ২০১৪ সকাল ১০:৪১
167769
মোঃ হাম্মাদুর রহমান লিখেছেন : ধন্যবাদ
220023
১১ মে ২০১৪ রাত ১২:০৭
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ মে ২০১৪ সকাল ১০:৪১
167770
মোঃ হাম্মাদুর রহমান লিখেছেন : ধন্যবাদ
220032
১১ মে ২০১৪ রাত ১২:১৯
ফেরারী মন লিখেছেন : জটিল পোষ্ট। দুজনে দেখি হাড্ডাহাড্ডি
১১ মে ২০১৪ সকাল ১০:৪২
167771
মোঃ হাম্মাদুর রহমান লিখেছেন : হুম, ঠিক তাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File