সরকার চায় হরতাল; কৌশলী ভূমিকায় খালেদা
লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ১৬ নভেম্বর, ২০১৩, ০৩:৫৫:৩৫ দুপুর
সিকদার মোহাম্মদঃ ৬০+৭২+৮৪ ঘন্টার হরতালের পর গুঞ্জন চলছিল এ সপ্তাহেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট টানা হরতাল ডাকবে, অবশ্য সরকারের তরফ থেকে সে রকম পরিস্থিতি তৈরি করেও রাখা হয়েছে, সরকার নিজেই চাচ্ছে এই সপ্তাহে বিএনপি হরতাল ডাকুক, আর এজন্য বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচার মামলায় রায় ঘোষণার বিষয়টি সামনে নিয়ে আশা হয়েছে, রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর এই মামলার রায় ঘোষণার কথা আছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রায় যে কোন দিন হতে পারে মর্মে আদেশ জারি রেখে জামাতকেও উত্তেজিত করার প্রচেষ্টা রয়েছে । আর এ সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এর শনিবার ঢাকা সফর । তিন দিনের ঢাকা সফরের সময় নিশা দেশাই রোববার রাত ৮টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে, আর এই সাক্ষাৎ যেন না হয় তার অংশ হিসেবে হরতাল দেয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে । আর যেহেতু বেগম জিয়া আগে থেকেই বলে আসছেন বর্তমান সংকটময় পরিস্থিতিতে হরতাল ব্যতিরেকে তাদের অন্য কোন উপায়ও নেই। কিন্তু সমস্যা হল বিদেশী মেহমান ।
গত মে মাসে বাংলাদেশ সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বেগম জিয়ার বৈঠকের কথা থাকলেও শেরম্যান তা বাতিল করে দেন বিএনপি’র ডাকা হরতালের কারণে। আর এবারও যদি কোন পরিস্থিতি তৈরি করে বিরোধী শিবির থেকে হরতাল আহ্বান করানো যায় তবে নিশা দেশাই বিসওয়াল-বেগম জিয়ার বৈঠক বাতিলের কারণ তৈরি হবে । আর এর মূল উদ্দেশ্য হল রাজনীতির পাশাপাশি কুটনৈতিক দিক থেকেও বেগম জিয়াকে চাপের মধ্যে ফেলা ।
তবে নবনিযুক্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এর সফরকে বেশ গুরুত্বের সাথেই নিচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। যেন শেরম্যানের আগমনের সময় ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই বেশ সতর্ক পদক্ষেপ ফেলছে বিএনপি।ওয়াশিংটনের সাথে সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করে চূড়ান্ত কর্মসূচিতে থাকা বিএনপি এই মূহুর্তে কোনো হরতাল দিচ্ছে না। এছাড়াও আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সমঝোতার একটি সুযোগ রয়েছে তাও বিএনপি হাতছাড়া করতে চাইছেনা । আর এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেন তার প্রতিও বিএনপি সতর্ক দৃষ্টি রাখছে ।
বিষয়: রাজনীতি
৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন