আমার সদ্য মরহুম পিতার জন্য টুডে ব্লগ পরিবারের নিকট দোয়া চাই

লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ০২ নভেম্বর, ২০১৩, ০৩:২৯:০৪ দুপুর

আমি টুডে ব্লগ পরিবারের সাথে ৫ মাস ১০ দিন ধরে তাদের চড়াই উৎড়াইর মাঝে আছি, আমার ব্লগিংয়ের শুরুটা এখানেই সাথে একটা অনলাইন পোর্টালে সাধ্যমত লেখার চেষ্টা করছি । আমি অতি নগন্য, এমনকি আপনাদের চেনাজানাও নই । তবুও আমি আমার সদ্য মরহুম পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া চাইতেই এই সামান্য লেখার অবতারণা করলাম।

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বড় সিকদার বাড়ির নিবাসী আমার পিতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রব সিকদার ১ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় (বেলজিয়াম সময় রাত ১২টা) বেলজিয়ামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) তার বয়স হয়েছিল ৬৮ বছর । মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যা, ১১ নাতনী-নাতি, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও অগণিত গুণগ্রাহী রেখে যান । তিনি বেশ কিছু দিন যাবৎ ফুসফুসের সমস্যায় ভুগছিলেন ।

বেলজিয়ামের নামুর শহরে শুক্রবার বাদ ফজর মরহুমের প্রথম এবং বাদজুমা দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় , বায়লাদেশে অবস্থানকারী পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী মরহুমের দাফন কার্য বাংলাদেশে তাঁর জন্ম স্থান ডামুড্যায় করার আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে বেলজিয়াম থেকে মরহুমের মরদেহে বাংলাদেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে ।

আমার মরহুম পিতার বিদেহি আত্মার জন্য টুডে ব্লগ পরিবারের সকলকে মহান আল্লাহর নিকট মাগফেরাত কামনা করার জন্য আকুল আহ্বান করছি। আল্লাহ যেন আমার পিতার জান্নাতবাসী করে নেন ।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File