মসজিদগুলো ভেঙে ফেলার এবং হিজাব নিষিদ্ধ করার অঙ্গীকার !!
লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ২৩ আগস্ট, ২০১৩, ০৫:০৭:৩০ বিকাল
নির্বাচনি প্রচারণায় মসজিদগুলো ভেঙে ফেলার এবং হিজাব নিষিদ্ধ করার অঙ্গীকার করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঞ্চলের উগ্র ডানপন্থী দলের নির্বাচনী প্রার্থী এন্থনি ম্যাককিন ।
তিনি তার নির্বাচনি প্রচারণায় বলেছেন, নির্বাচিত হলে তিনি মসজিদগুলো ভেঙে ফেলবেন এবং মুসলিম নারীদের হিজাব বা পর্দা নিষিদ্ধ করবেন ।
তার এ ঘোষণা কুইন্সল্যান্ডের মুসলমানদের ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করে তুলেছে।
এ অঞ্চলের একজন মুসলমান নরমা পালমর বলেছেন: আমি একজন মুসলমান হিসেবে জন্ম নিয়েছি এবং আমি ইসলামের শিক্ষাগুলো পালন করতে চাই। এ ধর্ম আমাকে নির্দেশ দিয়েছে পরপুরুষদের সামনে পর্দা বা হিজাব মেনে চলার। এটি ইসলামের অন্যতম ফরজ বা অবশ্য-পালনীয় কর্তব্য।
তিনি মসজিদগুলো ভেঙে ফেলার ব্যাপারে ম্যাককিনের নির্বাচনি প্রতিশ্রুতির সমালোচনা করে বলেছেন, আমরা মুসলমানরা মসজিদে এসে সম্মিলিতভাবে ইবাদত করি, সন্ত্রাসী ততপরতা চালানোর জন্য জড়ো হই না।
বিষয়: আন্তর্জাতিক
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন