৪-০ তে হারার পরদিন থেকেই বিদ্যুৎ খালি যায় আর আসে!!!'

লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ১৯ জুন, ২০১৩, ০১:৩৬:১৮ দুপুর

বিগত কয়েক দিন যাবৎ দেশের রাজনৈতিক উত্তাপ কমলেও গরমের উত্তাপ ভয়াবহ আকারে বেড়ে গেছে , সেই সাথে পাল্লা দিয়ে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে রাজধানীসহ সারাদেশ। রাতেরবেলা কিছুটা সময় বিদ্যুৎ সরবরাহ থাকলেও দিনের বেলা প্রায় বন্ধই থাকে । লোডশেডিংয়ে মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। যাত্রীবাহীবাসে, ফেসবুক স্টাটাসে ,অফিসে, স্কুলের অভিভাবক মহলসহ সর্বত্র লোডশেডিং এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে । লোকজনকে বলতে সুনা যাচ্ছে, এতদিনতো মোটামুটি স্বভাবিক ছিল, হঠাৎ কি হলো যে এ রকম ভয়ানক লোডশেডিং।

কাউকে আবার এ মন্ত্যব্য করতেও সুনা গেছে ,‘ভাবছিলাম চার সিটি নির্বচনের বৈতরণী পার হতে ঢাকায় লোডশেডিং দিয়ে অন্য চার

সিটিতে বিদ্যুৎ স্বাভাবিক রাখা হচ্ছে, ফলে আশা করেছিলাম এর পর পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্ত ১৬ জুন থেকে লোডশেডিং এর তীব্রতা ভয়াবহ রূপ ধারন করেছে’ ।

একজন ফেসবুকে স্টাটাস দিয়েছেন, ‘এত দিন ধরে বিদ্যুৎ বিভাগ ভালই সেবা দিচ্ছিলো। কিন্তু আওয়ামীলীগ ৪-০ তে হারার পরদিন থেকেই বিদ্যুৎ খালি যায় আর আসে!!!'

প্রচন্ড খড়তাপে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।নগরীর কোনো কোনো এলাকায় টানা দুই-তিন ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হয়। এমনকি গতকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে মাঝরাতেও বিদ্যুৎ যাওয়া শুরু হয়েছেবলে অভিযোগ পাওয়া গেছে

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় মূল ব্যবসায়িক সময়ের ৮ ঘন্টার মধ্যে ৩-৪ ঘন্টাই বিদ্যুৎবিহীন কাটাতে হয় ফলে

বাণিজ্যিক কাজ কর্ম ব্যাহত হচেছ ।

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File