বাবার জন্য ভালোবাসা

লিখেছেন লিখেছেন সিকদারমোহাম্মদ ১৬ জুন, ২০১৩, ০১:৩২:২২ রাত



বাবা হলেন নারকেলের মতো, উপর তাঁর শক্ত অথচ ভেতর তাঁর সাদা কোমল নরম মিষ্ট । একদিকে কঠোরতায়, অন্যদিকে কোমলতায় আর ভালোবাসায় আগলে রাখেন বাবা। সন্তানের জন্য বটবৃক্ষের ন্যায় ছায়া হয়ে থাকেন বাবা । শাসন, স্নেহ, কঠোরতা, কোমলতা আর ভালোবাসা অনবদ্য কাব্য গাঁথা বাবা ।সন্তানের জন্য আদর-শাসন আর বিশ্বস্ততার আশ্রয়স্থল বাবা । দায়িত্ব ও কর্তব্যবোধের মূর্ত প্রতিক বাবা । বাবার তুলনা কেবলই বাবা ।শাশ্বত, চির আপন, চিরন্তন বাবার প্রতি আজ বিনম্র শ্রদ্ধা, সালাম, ভালবাসা ।

জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। বাবার প্রাপ্য সম্মান প্রদর্শনে একটি দিন যদিও কিছু নয়। তবুও শুধুই তার জন্য একটি দিন, একটু আলাদা করে উদযাপন করতেই ‘বাবা দিবস’।

পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এদিন বিশ্বব্যাপী পালিত হয় ‘বাবা দিবস’। দিবসটি যারা পালন করে না বা বাবার জন্য বিশেষ দিনের কথা যেসব বাঙালির জানা নেই তারাও বাবাকে ভালোবাসে। পিতার জন্য শুধু একদিন নয়; প্রতিদিনই বাবাকে কাছে রাখা, কাছে থাকা ভালোবাসা।

১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথম ‘বাবা দিবস’পালিত হয়। আজকের দিনটি কেবলই বাবার জন্য।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সেনোরা লুইস ডড তার বাবাকে অনেক ভালোবাসতেন। মা হারা সেনোরা চেয়েছিলেন, তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টকে সবাই মনে রাখুক। বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় ১৯১০ সালের ১৯ জুন বাবা দিবস হিসেবে পালন করেন তিনি। এরপর ১৯২৬ সালে নিউ ইয়র্কে গঠন করা হলো জাতীয় বাবা দিবস কমিটি। ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিংন জুন মাসের তৃতীয় রোববার জাতীয়ভাবে বাবা দিবস ঘোষণা করেন। সেই থেকে জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্বের প্রায় ৮৭টি দেশে বাবা দিবস পালিত হয়। কিন্তু এসব দেশের বাবা দিবস পালনের তারিখ যেমন ভিন্ন তেমনি তাদের রীতিও আলাদা আলাদা। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস পালন করে বেশ কিছু দেশ, এরমধ্যে বাংলাদেশ অন্যতম।

বাবা দিবস পালনের ইতিহাস খুব বেশি দিনের না হলেও বর্তমানে বিশ্বের প্রায় ৯০টি দেশ দিবসটি পালন করে।‘বাবা দিবস’ আলাদাভাবে নির্দিষ্ট দিন করে পালন করার মতো নয়। তাই একদিন নয়, আমাদের কাছে প্রতিটি দিনই হোক বাবা দিবস।





বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File