হযরত মুয়াজ (রাঃ) কে দেওয়া রাসুল (সাঃ) এর ১০টি উপদেশ

লিখেছেন লিখেছেন মোঃ তুষার হোসেন ২৭ এপ্রিল, ২০১৯, ১১:১৭:২৪ রাত

❖ যদি কখনো তোমাকে হত্যা কিংবা পুড়িয়ে ফেলাও হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।

❖ তোমার পিতামাতা ,পরিবার- পরিজন ধনসম্পদ হতে তাড়িয়ে দিলেও তাদের অবাধ্য হবে না।

❖ ইচ্ছাকৃতভাবে কখনোই ফরয নামাজ ত্যাগ করবেনা । স্বেচ্ছায় ত্যাগ করলে তার ব্যাপারে আল্লাহ ও তাঁর রাসূলের কোন দায়িত্ত্ব থাকবে না।

❖ কিছুতেই শরাব (হারাম পানীয়) পান করবে না। যা সমস্ত অশ্লীল কাজের মূল।

❖ সব রকমের পাপকার্য হতে নিজেকে দূরে রাখবে। তা না হলে আল্লাহর গজব অবতীর্ণ হবে।

❖ চরম কঠিন মুহূর্তেও জিহাদের ময়দান পরিত্যাগ করবে না।

❖ যেখানে তোমার অবস্থান, সেখানে মহামারী দেখা দিলেও সেখানেই অবস্থান করবে।

❖ সাধ্যমত পরিবার পরিজনের প্রয়োজনে অর্থ ব্যয় করবে।

❖ সন্তানদের আদব শেখাতে তাদের উপর শাসনের লাঠি সরাবেনা । এবং

❖ পরিবার-পরিজনকে সর্বদা আল্লাহর ভীতি প্রদর্শন করবে। (মুসনাদে আহমদ)

আল্লাহ্ তায়ালা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার

তাওফিক দান করুন। আমিন।

(collected)

বিষয়: বিবিধ

৬৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386613
২৮ এপ্রিল ২০১৯ সন্ধ্যা ০৬:১২
আবু আশফাক লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান ফিদদুনিয়া ওয়া আখেরাহ।
386631
০৬ মে ২০১৯ রাত ১২:২১
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই ভালোবাসা ও দোয়া রেখে গেলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File