বালকের অপহরণ (ক্রাইম রিপোর্ট)
লিখেছেন লিখেছেন বৃত্তের বাইরে ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩৪:৩৩ রাত
{{মিষ্টি আমার পছন্দ। মিষ্টি মানুষ-মুখ-কথা-সুর-গন্ধ, মিষ্টি লেখা, ছন্দ খুব পছন্দ! মিষ্টি বলতেও লাগে আনন্দ। কাউকে অযথা ভাবতে পারিনা মন্দ। অপছন্দ নিরর্থক যত দ্বন্দ্ব। সবকিছুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পাই স্বাচ্ছন্দ্য! তিনি প্রেমময়, অনিন্দ্য}}
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত টুডে ব্লগের নতুন বাগানে লুকোচুরি করা কিশোর মনের অভিমানী এক চঞ্চল তরুণ বুকের ভিতর ব্যথার নদী নিয়ে কোথায় যেন হারিয়ে গেছে। ব্লগের আঙিনায়, বাড়ির ছাদে, মেঘের আড়ালে, কৃষ্ণচূড়ার ডালে, সাম্পানের পালে, ঝিনুকের খোলে—নাহ কোথাও পাওয়া যাচ্ছেনা তাকে। যাবার আগে তার ব্লগে বিশাল সংখ্যক ভিন্ন স্বাদের লেখা এবং অসংখ্য ভক্ত পাঠক রেখে গেছেন। চলুন কথা বলি তার কিছু ভক্ত, অনুরাগী এবং এ মুহূর্তে আমাদের সাথে উপস্থিত তার দাদির সাথে।
দাদী আপনি কি বলবেন আপনার সাথে শেষ কি কথা হয়েছিল?
--ছেলেটা তার বাবার কার্বন কপি। নাতি আমার অনেক পরোপকারী, বুদ্ধিমান আর মিশুক প্রকৃতির। কোন কিছু নিয়ে চিন্তা করলে বলে দাদী No চিন্তা, Do ফুর্তি। প্রায়ই এটা সেটা রান্না করে নিয়ে এসে বলতো বুঝলে দাদী নতুন রাঁধুনি হয়েছি। চেখে দেখ তো কেমন হল! কয়েকদিন দেখিনা, ব্লগের পাড়াটা কেমন যেন খালি খালি লাগে। বুড়ি বয়সে এ কেমন অপেক্ষা! কই গেলি রে নাতি! ফিরে আয় বাপ!
কথা হচ্ছিলো ব্লগের বন্ধুদের সাথে যাদের সাথে তিনি কিছুদিন আগে গল্পচ্ছলে বলছিলেন, বুঝলে ব্লগটা গেসে। এত কিছু করছি শান্তি কেন তবু নিম্নমুখী, ব্লগটা কেন জমছেনা তেমন?
--আসলে উনি সবসময়ই চাইতেন সবাই মিলেমিশে থাক। ব্লগটা যেন হয় শান্তির। কিন্তু তারপরও...
একটু বিস্তারিত বলবেন কি?
--সে এক আঁধার-কালো বিকেল, আজো পাতা ঝরে মনে পড়ে। একসাথেই বসে আড্ডা দিচ্ছিলাম সবাই। আমাদের মধ্যে কথা হচ্ছিলো তরুন শিশুর দেশ ভাবনা নিয়ে। এমনিতে উনার বাহির দেখে যায়না চেনা কিন্তু বুঝতে পারি দেশকে নিয়ে অনেক ভাবেন। নিজের কথা জিজ্ঞাসা করলে বলেন, এটাই একলা থাকার শেষ বছর। দেখা যাক কি হয়!
কিন্তু এই যে শুনলাম জেলগেটে এসো, আংটি পড়াবো!
--আপনারা সাংবাদিকরা বেশী কথা বলেন। এটা ওনার এক কলিগের বিয়ের প্রসঙ্গে বলেছিলেন। ব্লগের আমরা সবাই সেই বিয়েতে উপস্থিত ছিলাম। নিজেই বিয়ের অনুষ্ঠান,খরচাপাতি সবই সামলেছেন। উনি এমনই, স্যাক্রিফাইসেই যেন সুখ...
*************
ধন্যবাদ আপনাদের সবাইকে। সুধী পাঠক এতক্ষন কথা হচ্ছিলো নিখোঁজ ব্লগার ভিশু কে নিয়ে যিনি কাউকে অযথা ভাবতে পারেননা মন্দ, অপছন্দ নিরর্থক যত দ্বন্দ্ব। সবার সাথে আমিও বলছি, ফিরে আসুন বালক, আমরা সবাই আপনার প্রত্যাবর্তনপ্রত্যাশী।
;
;
;
অতঃপর রাত যখন বারোটা---
টুডে ব্লগে এক বছর পূর্তি উপলক্ষ্যে সকল ব্লগার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে আমাদের সবার প্রিয় ব্লগার ‘ভিশু’ ভাইকে অনেক অন্নেক শুভেচ্ছা এবং অভিনন্দন
বিষয়: বিবিধ
২০১৯ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আম্মিও সুন্দর পোষ্ট কর্বো।
সব্বাই যেনু সুন্দুর পুষ্ট কর্রে তাই দেখবো।
এগিয়ে চল্লুন।
ভিশু হান্ট।
বিভিন্ন পোস্টে আপনার কমেন্টগুলো খুব মজার। নিয়মিত লিখবেন। ধন্যবাদ রইলো
শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম
ভিশু ভায়।
ধরা পড়েছে গেছে লুকোচুরি।
জেনেছি তোমার বাহাদুরী।
ফেসের চেয়ে ব্লগই তোমার প্রিয়,
তাই শত লাল গোলাপ নিও।
লিখে চল নীরবধী,
আমরাও আছি তোমার সাথে শেষ অবধী।
উৎসর্গ ব্লগার ভিশু ভাই।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো
ভিশু ভাইকে যখন পাওয়া যাবে তখন রাগ ভাঙানোর জন্য
েএক বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন এবং উপহার
ধন্যবাদ স্বরূপ মিষ্টি কুমড়ার পায়েস পাঠিয়ে দিলাম।
3033.jpg[/img]
আর ভিশুদার জন্য
বেড়াতে আসায় মিশুমনিকেও ধন্যবাদ
এত সুন্দর লিখার জন্য মাছ পাঠিয়ে দিলাম এবার রান্না করে খান.....। তবে ১২ দিনে ও কোন পোস্ট নেই কেন জবাব চাই.....।
আপনার এত সুন্দর মাছটা কাটতে কষ্ট হচ্ছে। আমি ডেকোরেশন পিস হিসেবে ঘরে সাজিয়ে রাখলাম। বেড়াতে আসায় অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন