জেনে রাখুন।। ভারতীয় উপমহাদেশে আমাদের স্বপ্ন্বের মহানায়কদের ইতিহাস।। মুজাদ্দিদ আলফেসানি (রঃ)।।

লিখেছেন লিখেছেন ডাক্তার মেহেদী ০৮ জুলাই, ২০১৩, ১১:৫৮:২৫ রাত

আমাদের দেশের তরুণ তরুণীরা এমন একটা পরিবেশে বেড়ে উঠছে যে তারা বলিউডের কোন স্টারদের জীবনী এমনকি তাদের বাপ দাদাদের জীবনী পর্যন্ত বলতে পারবে, কিন্তু এই উপমহাদেশে যে ইসলামের অনেক অনুসরণীয় মহাবীর রয়েছে তাদের নাম পর্যন্ত শুনে নাই।

মুজাদ্দিদ আলফেসানি (রঃ)।

আপনারা কি তাঁর নাম শুনেছেন?? উনি ছিলেন সম্রাট আকবরের সময়কার ইসলামের একজন সংস্কারক। আপনারা অনেকেই হয়ত জেনে থাকবেন যে সম্রাট আকবর দ্বীনে এলাহী নামক এক নতুন ধর্মের উদ্ভাবন করেছিলেন। সম্রাট আকবর তাঁকে ডেকে পাঠালেন। সম্রাট যখন উনাকে ডেকে পাঠালেন তখন দরবারের প্রবেশমুখটা অত্যন্ত নীচু করে তৈরি করা হয়েছিল যাতে ঢুকার সময় মানুষকে মাথা নীচু করে ঢুকতে হয়। সম্রাট এটাকেই কুর্নিশ হিসেবে গণ্য করত এবং মনে মনে ভাবত যে মানুষকে আমার দরবারে ঢুকতে হলে মাথা নীচু করে ঢুকতে হচ্ছে। মুজাদ্দিদ আলফেসানি (রঃ) আকবরের এই বদ মতলবের কথা মনে মনে বুঝে ফেললেন। এবং দরবারে প্রবেশের সময় মাথা নীচু না করে আগে পা ঢুকালেন। এই অসীম সাহসী কাজে আকবর অত্যন্ত হতচকিত হয়ে মুজাদ্দিদ আলফেসানি (রঃ) কে কারাগারে প্রেরণের নির্দেশ দিলেন।

তাঁর কিছুদিন পর.............................. কারাগারের রক্ষক সম্রাট আকবরকে চিঠি লিখে পাঠালেন - "এ আপনি কাকে কারাগারে পাঠালেন?? কারাগার তো হয় চোর বাটপার খুনী দের জন্য। কিন্তু, এই লোক কারাগারে আসার পর থেকে তো দেখি কারাগারের সকল বন্দীদের চরিত্র সংশোধন হয়ে গেছে।"

আমি এই উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এই মহাবীর মুজাদ্দিদ আলফেসানি (রঃ) কে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

[আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদীর বক্তৃতা অবলম্বনে]

বিষয়: বিবিধ

১৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File