নকিয়া মোবাইলে বাংলা লেখার টিপস্
লিখেছেন লিখেছেন জহির উল হক ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩২:০২ রাত
আমার ফেইসবুক একাউন্টের ফ্রেন্ড
লিষ্টে অনেকেই মুরাদ টাকলার মত
বাংরেজীতে স্ট্যাটাস দেয় ।তাদের উদেশ্যেই
এই পোষ্ট ।
যেকোন
চায়না মোবাইলে বাংলা লেখা যায় ।
তবে নোকিয়া ফোনে সরাসরি লিখা যায়
না ।কিছু পদ্ধতি অনুসরন করে খুব
সহজে নোকিয়া মোবাইলেও
বাংলা লেখা যায় ।নিচে বিবরণী দেয়া হল :-
১। নোকিয়া মোবাইল কিনার সময়
অবশ্যই 'মেইড ইন চায়না'দেখে কিনবেন।
কারণ অন্য দেশের
নকিয়া মোবাইলে বাংলা প্রদর্শন
করে না ।সেক্ষেত্রে এটা বাংলা লেখার
প্রধান অন্তরায় হয়ে দাড়ায় ।
তবে উপযুক্ত সপ্ট্ওয়্যার দিয়ে ফ্লাশ
দিলে বাংলা লেখা যেতে পারে ।অনেক সময়
মোবাইলের সার্ভিসিং সেন্টার
গুলোতে উপযুক্ত বাংলা সপ্ট্ওয়্যার
পাওয়া যায় না।
সেক্ষেত্রে আপনাকে অপেরা মিনি ব্যবহার
করে বাংলা টেক্স দিয়ে লিখতে হবে ।
যা অত্যন্ত কষ্টদায়ক ।তাই মেইড ইন
চায়না দেখে কিনবেন মোবাইল।
ফেইসবুকে bangla text লিখে সার্চ
দিলে পেয়ে যাবেন এই এপলিকেশন।
২।আপনার মোবাইল যদি মেইড ইন
চায়না হয় তবে আপনি নকিয়ার
অভি স্টোর থেকে 'পাণীণি কিপ্যাড'
এপলিকেসন ইনস্টল করুন ।
সেখানে বাংলা লিখে প্রতিলিপি(কপি) নিন
এবং জায়গা মত পেষ্ট করুন ।
এক্ষেত্রে আপনি ইউসি ব্রাউজারে নিবন্ধন
গুলো জমা করে রাখতে পারবেন ।
পাণিণী হচ্ছে উপমহাদেশের বিখ্যাত
ব্যাকরণবিদ ।
৩।আপনার নকিয়া মোবাইল যদি চায়না হয়
তবে আপনি উপযুক্ত ফ্লাশ দিয়েও
বাংলা লিখার জন্য ব্যবহার করতে পারেন
।
৪। আপনি বাংলা রাইট এবল
অপেরা মিনিও ডাউন লোড করতে পারেন
।সেক্ষেত্রে Bangla Write able
লিখে সার্চ দিন ।
আমি এই পোষ্ট আমার nokia asha 200
মডেলের মোবাইল দিয়ে লিখেছি ।
সুতরাং বাংলাতে লেখলেখি করুন ।
বাংলা ভাষার সঠিক প্রয়োগ ও
মর্যাদা রক্ষা করুন ।
আজ ২১শে ফেব্রুয়রীতে সকল ভাষা শহিদ
ও সৈনিকদের প্রতি জানায় অকৃত্রিম
শ্রদ্ধা ।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন