প্রথম আলুর উপর হঠাৎ আমাদের প্রধান্মন্ত্রী কেন নারাজ?? !!
লিখেছেন লিখেছেন ফারাবী সোহান ২৯ মে, ২০১৩, ১২:৫৮:৩৬ দুপুর
সেই দিন দেখলাম আমাদের দেশনেত্রী প্রথম আলো পত্রিকাকে নিয়ে নেতিবাচক কমেন্ট করছেন......বিষয়টা দেখে তো আমি পুরাই টাস্কি ! ভাবলাম সপ্ন দেখছি......কিন্তু না,পরক্ষণেই বুঝলাম যে আসলে উনার সমস্যাটা আসলে কোন জায়গায়। প্রথম আলো যে কয়েকদিন আগে একটা জরিপ করেছিলো তত্ত্বাবধায়ক সরকার ৯০% মানুষই চায় সেইটাই ছিলো উনার প্রধান কারন। তাই উনি বলছেন যে এই পত্রিকার জরিপ আপনারা কি করে বিশ্বাস করবেন,যেই পত্রিকা কিছুদিন আগেই শাহবাগকে নিয়ে কি কুৎসিত লিখাটাই না লিখলো!!
আহারে !!! তা আমার কথা হলো মাননীয় প্রধামনন্ত্রীর প্রথম আলোকে এখন অবিশ্বাস হয় কারন উনার সোনার ছেলেদের বিরিয়ানী ভোজ নিয়ে কুৎসা রটানোতে, মাগার বছর কয়েক আগে যখন রাসুল(সাঃ) কে কটুক্তি করে প্রথম আলু একটা ক্রোড়পত্র বের করল এই ঘটনার পর কিন্তু উনার প্রথম আলুর উপর আস্থা যায়নি,তাই এতদিন ধরে উনার খুব ফেভারেই ছিলো মতি ভাইয়ের টিস্যু পেপার,কিন্তু যেইনা বিরিয়ানীর বিরুদ্ধে লিখলো এবং উনার জম তত্ত্বা্বধায়ক সরকারের পক্ষে লিখলো তখনই সেইটা অবিশ্বাসের পাত্র হয়ে গেলো
হায় রে বিশ্বাস ! হায় রে রাসুল প্রেম ! হায় বরে ইসলাম ! হায় রে আদর্শ ! হায় রে ক্ষঅমতা !
বিষয়: রাজনীতি
১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন