কবিতা

লিখেছেন লিখেছেন জলপরী ২৫ মে, ২০১৩, ০৭:৩৮:৫৮ সন্ধ্যা

জীবনের অঙ্ক

বয়স পেরিয়েছে তিন কুড়ি

কালো চুলগুলো সহসাই চোখে পড়েনা।

দৃষ্টিটাও ঠিকমত চশমা বিহীন কাজ করেনা

সোনার বাঁধানো দাঁতে ও সে জোর আর নেই।

সন্তানরাও আজ অনেক দূরে

কিন্তু মানুষটা আমার সাথেই আছে

দিন বদলায় সাথে সময়

মানুষটা বদলায়নি একটুও

বদলায়নি তার স্বভাবও।

কেন যেন আজ জীবনের অঙ্ক কষতে ইচ্ছে করছে

ভাবছি মেলাতে পারবো কিনা?

না পারিনি --

এতগুলো বছর একই ছাদের নিচে

কিন্তু ব্যবধান সীমাহীন

সত্যিই কি তাকে জানতে পেরেছি

বা সে কি পেরেছে আমাকে?

মানুষ আমরা এমনই

সময়ের স্রোতে ভেসে যাই

কেউ কাউকে আবিষ্কার করতে পারিনা

অথচ কি দক্ষতার সাথেই না

অভিনয় করে যাই এই রঙ্গমঞ্চে।

হয়তো ভালবাসা,নয়তো দায়বোধ

নয়তোবা টিকে থাকার অদম্য চেষ্টা---

বিষয়: বিবিধ

১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File