বিজয় দিছে হাতছানি
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ১৫ জুন, ২০১৩, ০৪:১৭:২২ বিকাল
বুলেট খেয়ে ব্যালট ছুঁড়ে
জবাব দিছে পাবলিকে
লীগের পোলা বান্ধে ঝোলা
ঘাপটি মারে তাবলীগে ।
টিয়ারশেলে কান্দি যখন
বান্দী ছিলো মজমা’তে
চার সিটিতে চার খলিফা
গর্জে ওঠো জযবা’তে।
চার বছরে লাশ গুনেছি
ব্যালট গুনি এই বেলা
রক্ত ঝরার দিন ফুরাতে
খতম করি সেই খেলা।
মায়ের বুকে যায়নি খোকা
খায়নি মায়ে ভাত পানি
চার সিটিতে এখন থেকে
বিজয় দিছে হাতছানি।
বিষয়: বিবিধ
১৭০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন