১০ টাকা কেজি আম খাওয়াচ্ছি
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ১০ জুন, ২০১৩, ০৬:৩৪:৪৮ সন্ধ্যা
দশ টাকা কেজি চাল খাওয়াতে চেয়েছিলাম পারিনি। তাতে কী ? এখন ১০টাকা কেজি আম খাওয়াচ্ছি। বিশ্বাস হচ্ছে না ? বগুড়ায় গিয়ে দেখেন। সেখানে ১০ টাকা কেজি আম তবুও কেউ কিনতে চাচ্ছে না। তাও আবার একশভাগ ফরমালিন মুক্ত একেবারে গাছপাকা আম। বিষয়টা মোটেও ইয়ার্কী নয়। সেখানকার দরিদ্র অনেক আম ব্যবসায়ী দাম কমে যাবার কারনে চরম বিপাকে পড়েছেন।
বগুড়ার তালোড়ায় আমের বাজারে ধ্বস নেমেছে। এভাবে আমের দাম কমে যাওয়ায় বিক্রেতাদের পথে বসার উপক্রম হয়েছে। অনেকেই মাথায় হাত দিয়ে বসে আছেন।আমগুলেঅ বিক্রি না হলে পচে নস্ট হয়ে যাবে। হাজারও হোক তারাতো গরীব মানুষ। আমে তো ফরমালিন মেশাতে পারেননি। তাই পাকা আম আজ বিক্রি না হলে কালই পচে নস্ট হয়ে যাবে। তখন আর কেউ নিবেনা। সবটাই লস হবে। তাই বাধ্য হয়ে পানির দরে আম বিক্রি করে দিতে তারা বাধ্য হচ্ছেন।
সোমবার তালোড়ার হাট বাজারে আমের প্রচুর আমদানী হয়েছে।কিন্ত্র তেম ক্রেতা নেই এলাকায় এবার আমের বাম্পার ফলন হওয়ায় প্রায় বাড়িতে প্রচুর আম উঠেছে। যার কারনে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে আনছেন তারা। প্রচুর আমদানীর কারনে আম বাজারের জায়গা সংকুলান হয়ে পড়েছে। যার কারনে মাছ বাজার পর্যন্ত আম বাজার বসেছে।
আম বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান, আমাদের গাছের গাছ পাকা আম বাজারে বিক্রি করতে এনে বিপাকে পডেছি। ১০ টাকা কেজি করে আম দিতে চাইলে ও ক্রেতারা আম নিতে চাচেছন না। এখন এগুলেঅ নিয়ে আমরা কোথাই যাই?
বিষয়: বিবিধ
১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন