গরীব মারা কল
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ০৭ জুন, ২০১৩, ০৬:৪৬:৪৯ সন্ধ্যা
মস্ত বড় বাজেট দেখে
মনের সুখে নাচি
থাকবো নাকো অনাহারে
বাজেট খেয়ে বাঁচি।
বাজেট যদি আন্ডা হতো
বাচ্চা হতো তারও
বাজেট খেয়ে সর্বহারা
দিন কাটাতো আরো।
বর্ণচোরার বাজেট মানে
গরীব মারা কল
লুটের মালে ভাগ বসানো
পকেট কাটা ছল।
বাজেট মানে সহজ কথা
বুঝলি নারে গাধা
কালো টাকার বস্তা গুলো
এক নিমিষে সাদা।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন