খাজনা দিব কীসে ?: এফ শাহজাহান
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ০৬ জুন, ২০১৩, ০৮:১০:১৭ রাত
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো
বাজেট দিলো ঠেসে
মাল মুহিতে সব খেয়েছে
খাজনা দিব কীসে ?
দিন ফুরালো সন্ধ্যা হলো
বাঁচার উপায় কী ?
আর ক’টা দিন সবুর করো
ব্যালট বুনেছি ।
মায়ে ঘুমালো বাপ পালালো
মুরগী নিলো চোরে
মাথায় চাপে ঋনের বোঝা
কিস্তি নিতে ঘোরে।
মান থাকে না জান বাঁচে না
মরার উপায় কী ?
আর ক’টা দিন সবুর করো
দুদক ডেকেছি ।
বিষয়: বিবিধ
৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন