মানুষ মারা কল : এফ শাহজাহান
লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ০৬ জুন, ২০১৩, ০১:৩০:৫৬ দুপুর
দাদার কাছে গাধার দাবি
জল দে আরো জল দে
নইলে দাদা জলদী করে
মানুষ মারা কল দে ।
ছলে বলে হয় না দাদা
আগুন শুধু জ্বলে
বিচ্ছু গুলো ঠান্ডা করি
মানুষ মারা কলে।
মানুষ মারা কল দে দাদা
মানুষ মারা কল দে
উজাড় করে দিচ্ছি সবই
আমার বুকে বল দে।
দাদার বলে চলেন তিনি
ঢালেন পায়ে অর্ঘ
দেশটা যেন কসাই খানা
বাংলা জুড়ে মর্গ।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন