চুদুরবুদুর নেতা
লিখেছেন লিখেছেন শহীদুল ইসলাম প্রামানিক ১০ মে, ২০১৪, ০১:০৫:০৪ দুপুর
শহীদুল ইসলাম প্রামানিক
থোরাই কেয়ার ভাব খানা যে
উল্টাপাল্টা কথা
এরাই এখন বিশাল নেতা
নেতা নিরব তথা।
মান-মর্যাদা থাকছে না তো
চরিত্র করছে হানি
কোন জনমে কি করেছে
আনছে এসব টানি।
জবাব দিলে পাল্টা জবাব
বিশ্রি ভাষা বলছে
এসব শুনে অনেক নেতার
শরীর মাথা টলছে।
সুস্থ্য ধারার রাজনীতিটা
মন্দ কথায় ভরা
রাজনীতিকের কাজটা এখন
কুৎসাবাজি করা।
এমন ধারার রাজনীতিকে
দিচ্ছে সবাই থুথু
থুথু পেলেও রাজনীতিকদের
নাই তো কাতুকুতু।
চান্দাবাজী ধান্দাবাজী
অনেক কিছু চলে
ভদ্র কিংবা ভালো মানুষ
থাকছে না আর দলে।
এমন ধারার রাজনীতি ভাই
রক্ষা করবে কে তা?
রাজনীতিতে আসছে এখন
চুদুরবুদুর নেতা।
নোটঃ আমাদের মহান সংসদ থেকে বলা হয়েছে `চুদুরবুদুর' খারাপ ভাষা নয়। কলকাতা থেকেও অশ্লিল ভাষা নয় বলে উল্যেখ করা হয়েছে।
বিষয়: সাহিত্য
১১৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই এখন চুদুরবুদুর নেতা।
পড়ুনঃ Click this link
মন্তব্য করতে লগইন করুন