কেন?????????????

লিখেছেন লিখেছেন বিচিত্রা ০৮ জুন, ২০১৩, ০৬:৫৬:৩০ সন্ধ্যা

যদি ছেড়ে ই দেবে এ হাত তবে ধরে ছিলে কেন ?

তুমি ছেড়ে দিয়েছ তাই বলে কি থা্মবে আমার চলা

আমি চলছি আমার পথে আজ ও নিঃসঙ্গ, অবিরত

জানো আজ ও সন্ধ্যা তারা মুচকি হাসে,বলে-

ভেঙ্গে গেল সব বড়াই হল না মাস খানেক গত?

আমি ও বলি হাস তোমার অট্টহাসি

দোষ তো তোমায় দিব না,দোষ তো আমার ই

ভুলিনি সেই বড়াইয়ের কথা আজ ও,বলেছিলাম-

লাগবে না সন্ধ্যা তারা তোমার আলো

আমার সাথে ই জ আছে আমার জীবনের আলো

আমি কি জানতাম তুমি ই হবে জীবনের আধার কাল

এখন জ সন্ধ্যা তারা ই আমার ভাল

হাসুক না সে কটাক্ষের হাসি,আমায় ছেড়ে যাবেনা সে এতে ই আমি রাজি।

তবু ও প্রশ্ন আমার তোমার কাছে,যদি পারো দিও উত্তর সময় করে

যদি ছেড়ে ই দিবে এ হাত,তবে ধরেছিলে কেন???



বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File