ইতিহাস সাক্ষী আন্দোলন করে সত্যের সৈনিকদের কখনো থামানো যায়না

লিখেছেন লিখেছেন জাবেদ নূর ২০ মে, ২০১৩, ০৯:৫৮:১৩ রাত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সম্মানিত কেন্দ্রিয় সভাপতি দেলোয়ার হোসেন ভাইকে টানা ৫২ দি রিমান্ডে নির্যাতনের পর কোর্টে আনা হয়। এ সময় তাকে দেখে কেউ চোখের পয়ানি রাখতে পারেনি। আজ আরো ১৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ । মৃতপ্রায় দেলোয়ার ভাইকে কোলে করে আনার সময়ও তাঁর পায়ে লাগানো হয়েছে ডান্ডাবেড়ি ! আদালত পুলিশকে জিজ্ঞেস করেনি , কীভাবে এই অবস্থা হয়েছে তাঁর ? জিজ্ঞেস করবে কী, আদালতই তো সব বলে দিয়েছে কীভাবে তাঁকে হত্যা করতে হবে । শিবির সভাপতি দেলওয়ার ভাইয়ের সীমাহীন নির্যাতনে ভেংগে পড়া শরীরটা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।. এই মুমূর্ষু মানুষটি সুযোগ পেলেই দৌড়ে পালাবে এই ভেবে ডান্ডা বেড়ি পরিয়ে রেখেছে পুলিশ লীগ!!.

কি আজব আইনের শাসন!!!. এই নিরহ মানুষটির উপরে এ পর্যন্ত ৫২ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।. ধিক্কার তোমাদের মতো মাথামোটা বিচারকদের।. একজন সামান্য রিক্সা চালকও তোমাদের চেয়ে বেশি বিবেচনাবোধ নিয়ে দুনিয়াতে চলাফেরা করে। বিচারকের আসনে না বসে তোমাদের উচিত ঠেলা গাড়ি চালানো।. হে আল্লাহ! তুমি আর পরীক্ষা নিও না এই মানুষটি থেকে।. নিশ্চয় তুমিই একমাত্র মজলুমের সহায়।.

যুগে যুগে যারাই সত্যের পক্ষে দাড়াতে চেয়েছে জালিম শক্তি তাদের মাথা কেটে ফেলতে চেয়েছে কিন্তু ইতিহাস সাক্ষী আন্দোলন করে সত্যের সৈনিকদের কখনো থামানো যায়না।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File