আট রশির পীরের কাহিনি

লিখেছেন লিখেছেন শাহিন আলম ১১ জুন, ২০১৩, ০৭:০৯:১১ সকাল

কয়েক বছর আগের কথা বলছি ।

আট রশির উরস হবে । ঢাকা স্টেডিয়াম এর দক্ষিন গেট এ ৩/৪ টা উট বাধা । সংগে কয়েক জন খাদেমদার উটের খেদমত এ ব্যস্ত । তাদের হাতে একটা করে বাশের চোংগা । উট শাহেবেদের পেসাব সংগ্রহ করার জন্য । যখনই উট পেসাব করছে সঙ্গে সঙ্গে ঐ চোংগা তে পেসাব নেয়া হচ্ছে । তারপর অই পেসাব ছোট পানির বোতলে করে ৫ টাকা বোতল বিক্রি করছে । খাদেম গন চিৎকার করে বলছে এই উট আট রশি পীর সাহেবের দরবারের জন্য পাকিস্তান থেকে এসেছে । পবিত্র আট রশির উট এর পেসাব ও পবিত্র । এই মুত পান করলে সকল বিমারি দূর হবে । জওয়ানি ফিরে আসবে । ধ্বজ ভঙ্গ ভাল হবে ইত্যাদি । অবাক বিস্ময় এর কথা হল কিছু লোক তা কিনে নিচ্ছে ।

আর একটি ঘটনাঃ

আমার এক পরিচিত স্বজন আট রশি গেছেন একবার । চাকুরি উপলক্ষে তাকে প্রায় ই যেতে হয় । উনি একদিনের কথা বলছিলেন । জনাব পীর সাহেব গোছল করবেন । ওনার গোছলের জায়গা একটা উচু ট্যাব এর মত । উনি বসলেন তারপর উনার খাদেমদার গন পানি আনলেন আর মগে করে ওনার মাথায় ডালতে লাগলেন । ওনার গা ধোয়া পানি টাব এ পরে ছোট পাইপ দিয়ে একটা বালতিতে পরছে । ওনার শরিরের ময়লা ঘাম এবং পশ্চাত দেশ এমন কি মুতু টুতু ও ঐ বালটিতে জমছে । পরে অই পানি বতলে করে মহা পবিত্র বলে বিক্রি করা হয় রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার জন্য । মহান পীর এর গা ধোয়া পানি যা তা হতে পারেনা ।

বুঝুন ঠেলা । পয়সা কামানোর অদ্ভুত তরিকা ।

বিষয়: বিবিধ

২৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File