যুক্ত ফ্রন্টের ইস্তেহারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কমিটমেন্ট চাই
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৫:২২:১৫ বিকাল
কষ্ট করে একটু বাংলাদেশের সংবাদ পত্রগুলর পুরানো বিভিন্ন সংখ্যা গুল ঘাটা ঘাটি করলে দেখব যে, বিরোধী দল তো বিরোধী দল, বর্তমান সরকার সমর্থক অনেকেই বলেছেন তারা ন্যায় বিচার পায়নি। আর এর জন্য তারা দায়ী করেছে প্রধানত বিচারপতিদের দলবাজি, চাপের কাছে আন্তসমর্পণ এবং অযোগ্যতা এবং দুর্নীতি। সিস্টেমের মাঝে পরিবর্তন এনে হয়ত দুর্নীতি দূর করা যেতে পারে এবং যা যুক্ত ফ্রন্ট তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে। কিন্ত দলবাজি, চাপের কাছে আন্তসমর্পণ এবং অযোগ্য বিচারকদের রাতারাতি ঝাটিয়ে বিদায় করা সম্ভব নয়। তাই যেভাবেই হোক বিচার বিভাগের প্রতি সকলের আস্থা ফিরিয়ে আনা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা সম্ভব তা করার কমিটমেণ্ট চাই। আমরা আমাদের বিচার বিভাগের সুনাম ফিরে আসুক তা চাই যুক্ত ফ্রন্টের নেতাদের কাছে।
বিষয়: বিবিধ
৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন