Conflict of Interest

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৯ নভেম্বর, ২০১৮, ০১:৩৮:৩৪ দুপুর

অস্ট্রেলিয়া একটি গণতান্ত্রিক দেশ। এখানে নির্বাচনের আগে পুললিং আফিসারসহ অনেক পদে লোক নিয়োগ দেয়। এইখানে শুধু মাত্র একদিন কাজ করে অনেক টাকা পাওয়া যায়। কিন্ত কাজ পাওয়ার প্রধান শর্ত (Selection criteria) ঐ ব্যাক্তি কোন ভাবেই কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হতে পারবে না। যদি ঐ ব্যাক্তি কোন সময়ে কোন দলের পক্ষ হয়ে কাজ করে তবে ঐ ব্যাক্তি অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশনের কাজ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। এই বিষয়টি সাধারণত তারা “Conflict of Interest” মাধ্যমে ব্যাখ্যা করে থাকে। প্রশ্ন হ’ল Conflict of Interest কী? উত্তর হ’ল, ধরুন আপনি নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করছেন(Duty of Care) এবং আপনার ভাগিনা কোন দলের হয়ে নির্বাচন করছে। এই ক্ষেত্রে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করার সম্ভাবনাই বেশী অর্থাৎ আপনি আপনার ভাগিনা ও তার দলের প্রতি পক্ষপাত করার সম্ভাবনাই প্রবল। Duty of care ক্ষেত্র এই ধরনের Conflict কে Conflict of Interest বলে থাকে।

ইউরোপসহ সভ্য ও গণতান্ত্রিক যে কোন দেশের মাপকাঠিতে আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তার পদে কাজ করার অযোগ্য। কেননা তার ভাগিনা একটি বিশেষ দলের হয়ে নির্বাচন করছে। শুধু তাই নয় একটি বিশেষ দলের এম পি দাবি করছে গত নির্বাচনের সময়ে প্রধান নির্বাচন কমিশনার তার হয়ে কাজ করেছে!

প্রধান নির্বাচন কমিশনার আপনার প্রতি বীনিত অনুরোধ বাংলাদেশ নির্বাচন কমিশন তথা বাংলাদেশকে বহিঃবিশ্বে নীচু করবেন না। পদত্যাগ করার দরকার নেই করনে দেখিয়ে ছুটি নিয়ে নির্বাচন কালীন সময়ের জন্য দায়িত্ব পালন থেকে দূরে থাকুন। চাকরী ও থাকল আবার সকলের প্রশঃসাও পেলেন।

বিষয়: বিবিধ

৫৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File