বিশ্বশান্তি বজায় রাখার জন্য দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা জরুরি -তুর্কি প্রেসিডেন্ট এরদোগান
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০২ মে, ২০১৭, ০৪:২৯:৩৮ বিকাল
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা দক্ষিণ এশিয়াতে শান্তি দেখতে চাই। বিশ্বশান্তি বজায় রাখার জন্য দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা জরুরি।
এরদোগান কাশ্মীর ইস্যুটিও তুলে ধরে বলেন,দীর্ঘ ৭০ বছরের মতো সময় ধরে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্য সংঘাত চলছে। নিজেদের ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও এই বিষয়ে সমাধানে আসা প্রয়োজন। কাশ্মীরের উন্নয়নে ও ভবিষ্যতের জন্য এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবি জানান এরদোগান। এর জন্য দুই দেশকেই উন্মুক্ত আলোচনায় বসার তাগিদ দেন তিনি। (দৈনিক যুগান্তর, ২/৫/২০১৭ )
উল্লেখ্য এরদোগান সম্প্রতি তার নির্বাহী ক্ষমতা আমেরিকা এবং ফ্রান্সের প্রসিডেন্টের সমান পর্যেয়ে নিয়ে যেতে সক্ষম হয়, জনতার রায়ের মধ্য দিয়ে। যা তুরস্ককে আরও এগিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
বিষয়: বিবিধ
৭৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন