অবশেষে ব্রাহ্মবাদী ভারতের সাথে পাকিস্থানের যুদ্ধ শুরু!!!
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:২২:৪৩ সন্ধ্যা
না প্রকৃত লড়াই এখনও শুরু হয়নি; যুদ্ধ শুরু হওয়া বাস্তবতার পরিপন্থী, কাশ্মীর ইস্যুতে যুদ্ধ জড়িয়ে পড়া মানে শুধু পাকিস্থান নয় সমগ্র মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়া, এটাই বর্তমান বাস্তবতা। আড় তাই ব্রাহ্মবাদী ভারত ততক্ষণ পর্যন্ত পাকিস্তান তথা মুসলিম উম্মার হক পন্থীদের সাথে যুদ্ধে জড়াবে না যে পর্যন্ত না তারা নিশ্চিত হয়, ছলে বলে কৌশলে পাকিস্থানকে মুসলিম উম্মা থেকে বিচ্ছিন্ন করতে পারে!!! বস্তুত ভারতের প্রধানমন্ত্রী মোদী কোণ ধরনের রাখ ঢাক না রেখে এ কথা পরিষ্কার করেই বলেছে তারা কাশ্মীরের মানব অধিকার (তাদের ভাষায় সন্ত্রাস) ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব থেকে(মুলত মুসলিম উম্মা) পাকিস্থানকে বিছিন্ন করবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ব্রাহ্মবাদী ভারত পূর্ণ শক্তি নিয়ে পাকিস্থানের বিরুদ্ধে প্রপাগান্ডা যুদ্ধ শুরু করে দিয়েছে। নিন্মে ব্রাহ্মবাদী ভারতের স্বপক্ষে প্রপাগান্ডা যুদ্ধের নমুনা দেওয়া হল।
তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক ভ্রাতৃপ্রতিম, তুর্কি প্রেসিডেন্টতো কথায় কথায় বলেন, পাকিস্তান তাঁর ''দ্বিতীয় স্বদেশ।'' This statement is 100% true and Real Fact
ব্রাহ্মবাদী ভারতপন্থীদের প্রপাগান্ডাঃ তবে সেই তুরস্কেও পাকিস্তানীদের সন্দেহের চোখে দেখে।। সেদিন বিমানবন্দরে যাচ্ছিলাম।। এখন সব জায়গায় পুলিশের চেক পোস্ট। ইস্তানবুল আতাতুরক বিমানবন্দরে হামলা এবং ব্যর্থ সেনা ক্যু'র পরে একটু সতর্ক হয়ে গেছে সবাই। তুর্কীদের সতর্কতা দেখে খুব ভাল লাগল। কারণ, তাদের লা-পরোয়া মনোভাবের কারণে অনেক প্রাণ গেল এ পর্যন্ত।। বিমানবন্দরে প্রবেশের পথে পুলিশ আমাদের দেখেই প্রশ্ন করলেন, ''আপনারা কি পাকিস্তানী?'' সেটা বলে ইশারায় আমাদেরকে এক পাশে যেতে বলল। জবাব দিলাম, আমরা পাকিস্তানী না, আমরা বাংলাদেশী। তখন ওরা সাথে সাথে বলল,''তাইলেযেতেপারেন।'' এ হল তুরস্কের মত ভ্রাতৃপ্রতিম দেশে সাধারণ পাকিস্তানী নাগরিকের অবস্থা..।
100% false information. Nothing but Big Lie
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাস্তবতার আলোকে সুন্দর বিশ্লেষণ।
মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন