কাশ্মীর হোক মুসলিম উম্মার ঐক্যের মাইল ফলক

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৪ আগস্ট, ২০১৬, ০৫:৩১:৩৩ বিকাল

ভারত অধিকৃত কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভু-স্বর্গ (দুনিয়ার জান্নাত)। কিন্তু ভারত অধিকৃত কাশ্মীরের মুসলমানদের উপর ব্রাম্যবাদী শক্তির নিপীড়ন নির্যাতনের ফলে সেই ভু-স্বর্গ আজ পরিণত হইয়েছে ভু-নরকে (জাহান্নামে)। কারফিউ, হত্যা খুন, গুম ধর্ষণ আজকের ভারত অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে নিত্য নৈমিতিক ঘটনায়। মানবতা আজ সেখানে মাথা ঠুকে বার বার বিশ্ব বিবেকের কাছে বলছে, হে বিশ্ববাসী তোমরা আজ এই ব্রাম্যবাদী দানবকে ঠেকাও, ব্রাম্যবাদী দানবের সকল মিথ্য প্রচার-প্রপাগন্ডা ছুরে ফেলে দিয়ে রক্ষাকর মানবতা, রক্ষাকর ভারত অধিকৃত কাশ্মীরে মুসলমানদের।

আমরা মনে করি গণতান্ত্রিক পাকিস্তানের সকল দল তাদের মধ্যকার সকল মতভেদ ভুলে তাদের মুসলিম ভাইদের রক্ষাকল্পে ঐক্যের যে পরিচয় দিয়েছে তা বাঞ্চিত কিন্তু বিস্ময়কর। ওএইসি সহ অন্যান্য যে সকল মুসলিম সঙ্ঘ এই বিষয়ে কাজ রকছে তারমধ্যে সমন্বয় দরকার। যেহেতু ভারত অধিকৃত কাশ্মীরের মুসলমান ভায়েরা পৌত্তলিক শক্তির দ্বারা দানবীয় নিপীড়ন নির্যাতনের শীকার তাই এক্ষেত্রে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, ইরান সহ সকল মুসলিম দেশের একত্রে কাজ করার একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারা একত্রে কাজ করতে পারলে তাদের মধ্যকার মত পারর্থক গুলও দূর করতে পারবে বলে আশা করা যায়। কাশ্মীরে মুসলমানদের যোগ্য প্রতিবেশী হিসাবে গণতান্ত্রিক পাকিস্তান সরকারের উপরে দায়িত্ব বর্তে, মুসলমানদের ঐক্য বিরোধী সকল বাধা গুলকে সাফল্যের সাথে অতিক্রম করে, কাশ্মীর প্রশ্নে মুসলিম উম্মাকে একত্র করনে। হে আল্লাহ মুসলমানদের ঐক্য বদ্ধ হয়ার এই সুযোগকে তুমি কবুল করে নেউ। আমিন

বিষয়: বিবিধ

২৩৪৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376750
২৪ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫৯
কুয়েত থেকে লিখেছেন : তুরস্ক পাকিস্তান সৌদি আরব সহ সকল মুসলিম একত্রে কাজের একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে। মুসলিম বিশ্বকে এক হতেই হবে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
২৫ আগস্ট ২০১৬ সকাল ০৭:৫৬
312373
আনিসুর রহমান লিখেছেন : কুয়েত থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য ধন্যবাদ। জী “ঐক্য” এটা এখন সময়ের দাবী। নবী করিম ﷺ এক হাদীস থেকে আমরা জানি যে, মুসলিম উম্মার ঐক্যের জন্য নবী করিম ﷺ যে দোয়া করে ছিলেন তা কবুল হয় নাই। তার অর্থ মুসলিম উম্মার ঐক্য খাস ভাবে চলে আসবে না। এই জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ আমাদের পরিশ্রমের ফলাফল স্বরূপ আমাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং অবশেষে আমরা আল্লাহ সাহায্যে বিজয় অর্জন করব। ইনশাআল্লাহ
376760
২৪ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাশ্মীর নিয়ে ছার পাওয়াতেই ভারত বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করার সাহস পাচ্ছে।
২৫ আগস্ট ২০১৬ সকাল ০৭:৫৭
312374
আনিসুর রহমান লিখেছেন : রেদওয়ান কবির সবুজ আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। জী এই বিষয়ে কোন দ্বিমত থাকার অবকাশ নাই। ব্রাম্যবাদী দানব যে বাংলাদেশে তাদের জঙ্গি ণীতি বজায় রেখেছে তার পিছনে অনেক গুল কারনের মাঝে এটি একটি অন্যতম বড় কারন।
376768
২৪ আগস্ট ২০১৬ রাত ১১:১৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৫ আগস্ট ২০১৬ সকাল ১১:২০
312378
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comment.
376785
২৫ আগস্ট ২০১৬ রাত ০২:৩০
মিজান২০১৩ লিখেছেন : May Allah unite muslims in a jam'a on the right Path.
376786
২৫ আগস্ট ২০১৬ সকাল ০৭:৫৯
আনিসুর রহমান লিখেছেন : নবী করিম ﷺ এক হাদীস থেকে আমরা জানি যে, মুসলিম উম্মার ঐক্যের জন্য নবী করিম ﷺ যে দোয়া করে ছিলেন তা কবুল হয় নাই। তার অর্থ মুসলিম উম্মার ঐক্য আপনা আপনি চলে আসবে না। এই জন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ আমাদের পরিশ্রমের ফলাফল স্বরূপ আমাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত হবে এবং অবশেষে আমরা আল্লাহ সাহায্যে বিজয় অর্জন করব। ইনশাআল্লাহ
376791
২৫ আগস্ট ২০১৬ সকাল ০৯:০২
হতভাগা লিখেছেন : মুসলিম উম্মাহের মধ্যে ঐক্য হবার থাকলে এতদিনে ফিলিস্তিন রাষ্ট্রই থাকতো , ফিলিস্তিনে গেড়ে বসা ইহুদীদের রাষ্ট্র ইসরায়েল সৃষ্টি হত না । তাদের ঐ ইউরোপিয়ানদের লাথ্থিগুতা খেয়েই চলতে হত।
২৫ আগস্ট ২০১৬ সকাল ১১:৪৬
312380
আনিসুর রহমান লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্রাদার ঐক্য অত সহজ নয়। মুসলিম উম্মার ঐক্যের জন্য “ফিলিস্তিন” সমস্যা যে যথাযথ নয় তা আপনার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। তাই এই বিষয়ে আর কিছু বলার দরকার মনে করি না। নবী করিম হাদীস (ﷺ থেকেও বুঝা যায় যে মুসলিম উম্মার মাঝে ঐক্যের জন্য আমাদের অনেক অনেক ধৈয ধরতে হবে, বুঝতে হবে কোন সমস্যাকে সামনে রেখে এই ঐক্য গড়ার জন্য চেস্টা করতে হবে। এই ক্ষেত্রে কাশ্মীরের সমস্যা বিদ্যুৎ গতিতে উম্মার মাঝে ঐক্যে তৈরিতে ভুমিকা রাখবে বলে আশা করা যায়। কেননা বর্তমান পরিস্তিতিতে সব দিককে বিবেচনায় আনলে এটা পরিষ্কার যে, একমাত্র কাশ্মীরের সমস্যা-ই মুসলিম উম্মার মাঝে ঐক্যে তৈরি করতে পারে। এই ক্ষেত্রে গণতান্ত্রিক পাকিস্তানের রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File