শয়তানী শক্তির বিরুদ্ধে তুরস্ক সরকারের শিক্ষনিয় নীতি

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৭ জুলাই, ২০১৬, ০৮:১৯:৫০ সকাল

তুরস্কে অভ্যুত্থানচেষ্টার পর দেশজুড়ে চলছে শুদ্ধি অভিযান। কেবল সামরিক বাহিনী নয়, বিচার বিভাগ এবং অন্যান্য সংস্থার যেসব সদস্য অভ্যুত্থানচেষ্টার সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে, তাদেরকে আটক বা বরখাস্ত করা হচ্ছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সরকার ২,৮৩৯ সামরিক সদস্যকে আটক করেছে। এই সংখ্যঅ বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম।

তুরস্কের বিচার বিভাগ (এইচএসওয়াএক) ২,৭৪৫ বিচারককে বরখাস্ত করেছে বলে আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে। এছাড়া এক তুর্কি সিনিয়র কর্মকর্তা আল জাজিরাকে জানান, তুরস্কের সাংবিধানিক আদালতের দুই বিচারপতি এবং ১০ ১০ বিচারককে আটক করা হয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অভ্যুত্থানকারীদের সাথে অর্থ লেনদেনের অভিযোগে এসব বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার রাতের ওই সামরিক অভ্যুত্থানচেষ্টা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এবং সাধারণ মানুষের সম্মিলিত চেষ্টায় ব্যর্থ হয়। দেশটির নিয়ন্ত্রণ এখন সরকারের হাতে।

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374812
১৭ জুলাই ২০১৬ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন : বাংলাদেশে এ ব্যবস্থা পাকাপাকি করে বন্ধ করা হয়েছে ।

জাতিসংঘ শান্তি রক্ষীবাহিনীতে তুরষ্কের পোলাপানদের সুযোগ দিলে তারাও এরকম শয়তানী কাজ করার কথা মাথায় আনবে না ।
374824
১৭ জুলাই ২০১৬ দুপুর ১২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দ্রুত ব্যবস্থা নিয়ে সঠিক কাজ করছে তুরকি সরকার।
১৭ জুলাই ২০১৬ দুপুর ০৩:১৭
310920
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comment.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File