আমাদের পূর্ব পুরুষদের শত্রু-মিত্র পর্ব ১২
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৮ মে, ২০১৬, ০৪:৪৬:৪৫ বিকাল
আমরা আমাদের আলোচনা থেকে পরিষ্কার ভাবেই বুঝতে পারছি যে, যাদেরকে আমাদের কাছে আজ পীর ফকীর, দরবেশ সূফী বলে তুলে ধরা হচ্ছে তারা প্রকৃত পক্ষে ছিলেন নায়েবে রসুল বা দায়ী ইলল্লেলাহ। কী ভাবে তাদের পকৃত পরিচয়(Real Identity) ঢাকা পরে গেল এবং তার স্থানে এই ভুয়া পরিচয়ে(False Identity) দখল করল, তা জানা আজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়? কারা এর জন্য দায়ী? কী কী বিষয় (Factor) এর পিছনে কাজ করেছে? সব চেয়ে বিস্ময়কর বিষয় হ’ল আজকে একবিংশ শতাব্দী এসেও কেন আমরা তাদের প্রকৃত পরিচয় (Real Identity) জানতে পারছি না? কে বা কারা পিছনে বসে তাদের প্রকৃত পরিচয় গোপন করার জন্য কল কাঠি নাড়ছে? তাদের উদ্দেশ্যই বা কী? ইনশাল্লহ এখানে আমরা ধাপে ধাপে তা আবিস্কারের চেষ্টা করব। সেই সত্য উদ্ঘাটনে আপনাদের মন্তব্যের মাধ্যমে অংশ গ্রহনের আমন্ত্রণ থাকল।
রমদানের পূর্বে এটাই আমার শেষ পোস্ট। রমদানের পর আবার পোস্ট নিয়ে হাযির হব। ইনশাল্লাহ। রমদানুল করীম। রমদান মাস হল ট্রেইং এর মাস, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের আত্নিল উন্নয়ন ঘটিয়ে কলব পরিস্কার করনের মধ্য দিয়ে আল্লাহ্ প্রিয় বান্দার কাতারে নিজেদের নাম লিখাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে যেন সেই তৌফিক দেন। আমিন।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমজান নিয়ে ব্লগীয় আয়োজনের প্রস্তুতি চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন