সংবাদিক আক্কেল আলী –রম্য রচনা

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২১ মে, ২০১৬, ১০:০১:৫২ সকাল

আক্কেল আলী পুলিশের চাকরী ছেড়ে দৈনিক উল্টাপাল্টা তে সংবাদিক হিসাবে যোগদান করেছে মাত্র দুদিন হয়। আজকে তার উপর গুরু দায়িত্ব বর্তেছে নাস্তিকদের চ্যেলামারা গুরু মতিলালের ইন্টারভিউ নেওয়ার। নাস্তিকদের চ্যেলামারা গুরু কেমন করে মুসলমানদের বাঁশ দেওয়া যায় তা নিয়ে রাত দিন পেরেশান থাকলেও, আক্কেল আলী তার পূর্ব পরিচিত হওয়ায়, তাই এই ধরনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় ইন্টারভিউ জন্য দিতে রাজী হয়ে যায় ।

ঘড়ির কাটার ঠিক ৯ টার সময়ে আক্কেল আলী মতিলালের আফিসের রিসিপসনে যেয়ে তার পরিচয় দিলে, রিসিপসন থেকে সরাসরি তাকে মতিলালের রুমে যেতে বলা হয়। আক্কেল আলী সরাসরি মতিলালের রুমে ঢুকে তাকে আসসালামু আলাইকুম বলে গ্রিটিং করলে, মতিলাল রাগে গর গর করতে করতে বলে, আক্কেল তুমি কেন অঙ্গী মঙ্গী জঙ্গীদের ন্যায় আমাকে সালাম কালাম দিলা। আক্কেল আলী মনে মনে বলল, বিসমিল্লাতেই গলত আল্লাহই জানে দিনটা না কেমন যায়।

আক্কেল আলী বলল, মতি ভাই ভুল হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। মতিলাল বলল ঠিক আছে ঠিক আছে, তাড়াতারি যা জানবার চাউ তা জিজ্ঞাসা কর, আমার এখুনি একটা মিটিং এ যাইতে হইব।

আক্কেল আলী বলল, মতি ভাই এই যে একে একে নাস্তিক ব্লগার খুন হচ্ছে তার জন্য আপনে কাদের দায়ী মনে করেন?

মতিলাল বলল, এটা খুবই জটিল প্রশ্ন, তয় আমি মনে করি এটার জন্য আমরা নাস্তিকরাই দায়ী! (আক্কেল) একটু যদি বুঝাইয়া বলতেন। ঠিক আছ ঠিক আছে বুঝাইয়া কইতাম লাগছি, দেখ আক্কেল আমাদের তলে তলে প্লান ছিল আম্বা লীগ থেকে আসল আম্বা গো ছলে বলে কৌশলে লাত্তি মাইরা বাইর কইরা দিয়া ঐ শূন্য স্থানে নকল আম্বা অর্থাৎ আমগোর নাস্তিক গো গণহারে ঢুকানো কিন্ত আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা হইয়া দাড়াইছে ঐ বজ্জাত উসমান পরিবার।

আক্কেল বলল কেন কেন উসমান পরিবার আবার কী করল।

মতিলাল রাগে গর গর করতে করতে বলল, ঐ বজ্জাত পরিবার কী করে নাই বল। হেতেরা আমগোর আসল প্লানের পাছায় হাত দিছে। আমগোর প্লান ছিল রাজধানী ঢাকার অদূরে নারায়নগঞ্জে চামে চামে আমগোর নিউজীল্যান্ডের হওয়া খাওয়া এবং রাশিয়া থেকে নাস্তিকতার উপরে ট্রেনিং পাওয়া কালী চাদনীকে ঐ নারায়নগঞ্জের এম পি ও পরে মন্ত্রী বানাইয়া কল কাঠি নাড়াইইয়া আম্ব লীগ থাইকা আসল আম্বাগো কিক দিয়া বাইর কইরা দিয়া তিনাগোর স্থান আমরা মানে নাস্তিকেরা দখল কইরা নিয়া নিমু। কিন্ত ঐ হালার –(খারাপ গালী) বজ্জাত উসমান পরিবারের জন্য সব প্লান ফেল মাইরা যাইতান লাগতাছে।

আক্কেল আলী মতিলালকে রাগিয়ে দেওয়ার জন্য বলল, মতি ভাই আপনেরা হেতেদের কিছু কন না কেন?

মতিলাল বলল, কই না মানে, হেতেগো গেরাকলে হালাইতে বহুত কিছু করছি, যেমুন ধর নারায়নগঞ্জে যত খারাপ কাজ হয় তামানটাতেই হেতেগো নাম ঢুকাইইয়া দিছি। হেতেগো উপাধী লাগাইয়া দিছি সন্ত্রাসী, গড ফাদার।

আক্কেল আলী বলল, মতি ভাই, সন্ত্রাসী ও গড ফাদার এই উপাধী লাগাইয়া ফায়দা কী?

মতিলাল বলল, ওড়ে বেক্কেলের ঘরে বেক্কেল রে, আক্কেল আলী সাথে সাথে বলল, মতি ভাই আপনি আবারও আমারে বেক্কেল বলতাছেন।

মতিলাল বলল, স্যরি ভুল হইয়া গেছে। যাউকগা যা কইতা ছিলাম, যেমন ধর হেতেগো এই উপাধী দেওয়ার ফলে হেতেরা যদি অহন ভাল কাজ করতেও চায় করতে পারতো নানে। হেতেগো কেউ বিশ্বাস করত নানে। কইবো খারাপটায় এই ভালা কাজ করত কেমতে। বুঝ নাই।

আক্কেল বলল তা তো বুঝলাম কিন্ত এই উসমান পরিবারের বিষয়ে আপনাদের বর্তমান প্লান কী?

মতিলাল বলল, বর্তমান প্লান হইল উসমান পরিবারের বেবাকতেরে হনুমান চন্দ্র কান্তির কেছে সত্য মিথ্যা গোলেমালে ফাঁসাইয়া দিয়া কোন মতে একবার জর্জ কোটে হাজির কারা!

আক্কলে আলী বলল, খালী জর্জ কোটে হাজির করলেই হল, বিচারের রায়তো তার পক্ষে যাওয়ার সম্ভবনা বেশী কেননা সেতো কোন অন্যায় করেনি এবং তাদের স্বাক্ষিত ভুক্তভুগী ছাত্র এবং ঐ শ্রেনীর সব ছাত্র।

মতিলাল বলল, আরে আক্কেল তুমি কোথায় আছ, তলে তলে চামে চামে আমরা যে বিচার বিভাগ ----- আক্কেল আলী তারে থামাইয়া দিয়া বলল, বুঝছি বুঝছি সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নীজামী (রঃ) জর্জ কোটে হাজির করে ফাঁসিতে লটকাইছেন । এ কথা শুনে মতিলাল রাগে গর গর করতে করতে বলল, আক্কেল তোমারে না কইছি যেইডারে আমরা খারপ নাম, উপাধী দিছি হেইডারে ভাল নামে ডাকবা না। তুমি কেন নিজামীরে রাজাকার না কইয়া ভাল নামে ডাকতাছ।

আক্কেল আলী বলল মতিলাল সাহেব মনে হচ্ছে মানুষের না ইবলিশের ইনটারভিউ নিতে এসেছি। আমার আর ইনটারভিউ নেওয়ার দরকার নাই। যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে রাখবেন উল্টাসিধা বলে, ধোঁকা বাজী করে মুসলমানদের অনেক বাঁশ দিয়েছেন, আইবার নিজেরা বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত হন।

সংবিধিবদ্ধ সতরকরন এই রম্য রচনার চরিত্রগুল কাল্পনিক, তাই কারো সাথে মিলের কোন প্রশ্নই উঠে না।

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369749
২১ মে ২০১৬ রাত ০৯:১০
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষদের সত্যাসত্য যাচাই করার মত ক্যাপাসিটি যে একেবারেই নেই এটা মতিলালদের মত সাংঘাতিকেরা ভালই রপ্ত করে ফেলেছে ।

ফলে এরা যা গেলাতে চায় দেশবাসী তাই গেলে বাছ বিচার ছাড়াই।
২২ মে ২০১৬ সকাল ০৫:২৫
306858
আনিসুর রহমান লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জী আপনার সাথে একমত। আজকে সোসাল মিডিয়া একটি শক্তিশালী মিডিয়া। এই মিডিয়া আমাদের নাগালের মধ্যে। তাই এদের বিরুদ্ধে লেখা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।
369770
২২ মে ২০১৬ রাত ১২:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে কয়টা যদি আক্কেল সম্পন্ন সাংবাদিক থাকত!!!!!
২২ মে ২০১৬ সকাল ০৫:৩২
306859
আনিসুর রহমান লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জী বর্তমান পরিস্থিতিতে আক্কেলদের সংগ্রাম করে টিকে থাকা প্রায় অসম্ভব। হয় হত্যা, খুন, গুম নয়ত জেলের ভাত। মাহামুদুর রহমান তার জ্বলন্ত প্রমান। তবে কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে কেননা সত্য কথা প্রকাশ করতে না পারলে কোন সভ্য সমাজই টীকে থাকতে পারে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File