অস্টেলিয়ার লাকাম্বা বাংলাদেশের ইতিহাসের এক নীরব স্বাক্ষি হয়ে থাকল
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৯ মে, ২০১৬, ০৯:৩৩:৩০ সকাল
রবিবার বিকাল ৩.৩০ মিঃ (স্থানীয় সময়), তাং ৮/৫/২০১৬,অস্টেলিয়ার বাংলাদেশী অধ্যুসিত লাকাম্ব এলাকার লোকেরা বাংলাদেশের তামাসার বিচারের বিরুদ্ধ (doing injustice in the name of Justice) প্রতীবাদ সমাবেশের আয়জন করে, অন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষনের জন্য। অন্যান্য দেশের মুসলিম প্রতিনিধিরাও এই সমাবেশের প্রতি একতা প্রকাশ করে বক্তব্য দেয়। প্রবাশ জীবনে শত ব্যাস্ততার মাঝেও প্রচুর লোকসমাগম ছিল দেখার মত। বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলেছেন এই বিচারের বিরুদ্ধে। তবে প্রায় সকল বক্তাই বলেছেন, অন্যায় অবিচার জুলুম কখনও কথাও বেশী দিন দীঘ হয় না যদি সচেনতা (Nationally and internationally) সৃষ্টি করা যায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে যাওয়ার দৃঢ় আশাবাদ বক্ত করে সমাবেশের ইতি টানা হয়।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন