আমরা বিচারকদের কাছে ন্যায় বিচার চাই রাজনৈতিক বিশ্লেষণ না

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৪ মে, ২০১৬, ০৩:৫৬:১১ দুপুর

প্রধান বিচারপতি বলেছেন, মুক্তি যুদ্ধে পাক সেনারা দুই মাসও এ দেশে অবস্থান করতে পারত না, যদি না তাদেরকে আলবদর ও তাদের সহযোগীরা সহযোগীতা না করত!!! ; সুত্র দৈনিক আমার দেশ , তাং ৪/৫/১৬)

বাংলাদেশের ইসলামী ব্যাক্তিরা একের পর এক খুন গুম, হত্যা ও জুডিশিয়াল কিলিং শিকার হচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে যেখানে শুধু দেশে নয়, আন্তর্জাতিক ভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের সর্ব বৃহৎ ইসলামী দলের নেতাদের হত্যা করা হচ্ছে রাজনৈতিক কারনে। সেখানে প্রধান বিচারপতির এই ধরনের বিভ্রান্ত কর রাজনৈতক বিশ্লেষণ মূলক বক্তব্য সেই দাবিকেই জোরাল ভাবে প্রতিষ্ঠা করবে। তার কাছে আমাদের দাবী ন্যায় বিচার কোন রাজনৈতিক বিশ্লেষণ না, রাজনৈতিক বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন ব্যাক্তিরা রয়েছে।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367967
০৪ মে ২০১৬ বিকাল ০৪:০৬
ইয়াফি লিখেছেন : বিচারকদের বিচারিক মন বলতে কিছু নেই। সবাই শেখ হাসিনার তোষমুদিতে ব্যস্ত।
০৫ মে ২০১৬ রাত ০৪:০৩
305406
আনিসুর রহমান লিখেছেন : ধন্যবাদ আপনার মতামতের জন্য। আবস্থা দেখে মনে হচ্ছে স্কাইপ খ্যাত এই বিচারপতিও জড়িত। আজকে তারা মিলে বাংলাদেশের বিচার ব্যাবস্থাকে বিশ্ববাসীর কাছে তামসার বস্তুতে পরিণত করেছে। অজ পাড়া গায়ের কোন লোক নয়, একজন বিশ্ববিদ্যালয়ের সস্মানীত শিক্ষক তার ছেলেকে হারানোর আজ বলতে ব্যাধ্য হচ্ছে, “ আমি ছেলে হত্যার বিচার চাই না!!!!” এবার বুঝুন আমাদের বিচার বিভাগের উপর মানুষের আস্থা কোথায় গিয়ে পৌছেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মননীয় প্রধান বিচারপতির মুখ ফসকেও “তামসার বিচার” শব্দটি বেরিয়ে এসেছে! অথচ বিচার বিভাগের প্রতি এই ধরনের অবগ্যা মূলক শব্দের ব্যাবহার বিচারপতি তো অনেক দূরের কথা কোন সাধারন জনতা এই ধরনের কথা বলার কথা চিন্তা করতে পারে না, যেখানে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে।
367988
০৪ মে ২০১৬ রাত ০৮:০২
শেখের পোলা লিখেছেন : সবার গলাতেই বকলেশ আছে যার অন্য প্রান্ত রাণীর হাতে। চাকুরী বাঁচাতে সবাই মরিয়া।
০৫ মে ২০১৬ রাত ০৪:০৪
305407
আনিসুর রহমান লিখেছেন : ধন্যবাদ আপনার মতামতের জন্য। আবস্থা দেখে মনে হচ্ছে স্কাইপ খ্যাত এই বিচারপতিও জড়িত। আজকে তারা মিলে বাংলাদেশের বিচার ব্যাবস্থাকে বিশ্ববাসীর কাছে তামসার বস্তুতে পরিণত করেছে। অজ পাড়া গায়ের কোন লোক নয়, একজন বিশ্ববিদ্যালয়ের সস্মানীত শিক্ষক তার ছেলেকে হারানোর আজ বলতে ব্যাধ্য হচ্ছে, “ আমি ছেলে হত্যার বিচার চাই না!!!!” এবার বুঝুন আমাদের বিচার বিভাগের উপর মানুষের আস্থা কোথায় গিয়ে পৌছেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মননীয় প্রধান বিচারপতির মুখ ফসকেও “তামসার বিচার” শব্দটি বেরিয়ে এসেছে! অথচ বিচার বিভাগের প্রতি এই ধরনের অবগ্যা মূলক শব্দের ব্যাবহার বিচারপতি তো অনেক দূরের কথা কোন সাধারন জনতা এই ধরনের কথা বলার কথা চিন্তা করতে পারে না, যেখানে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে।
368981
১৪ মে ২০১৬ সকাল ১০:৩৯
awlad লিখেছেন : তার কাছে আমাদের দাবী ন্যায় বিচার কোন রাজনৈতিক বিশ্লেষণ না, রাজনৈতিক বিশ্লেষণের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন ব্যাক্তিরা রয়েছে। ভালো লাগলো ধন্যবাদ
১৬ মে ২০১৬ রাত ১২:৩৩
306410
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comment

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File