গরু জবাই বন্ধের পক্ষে প্রকাশ্য আক্রমণ ও বাংলাদেশী মুসলমানদের সম্ভাব্য বিপদ
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৩৬:১৩ রাত
সম্প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান(!) ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা এক সেমিনারে বাংলাদেশে অবিলম্বে আইন করে “গরু জবাই” বন্ধের দাবি জানিয়েছে। তা থেকে যে বিষয় গুল স্পষ্ট ভাবে বুঝা যাছে।
একঃ গরু জবাই বন্ধ না হলেও অন্তত মুসলমানদের জাতির পিতা ইব্রাহীমের () স্মতি বিজড়িত, মুসলিম জাতির প্রধান ধর্মীয় উৎসব গরুর ঈদ বা কুরবানীর ঈদকে বন্ধ করা। কেননা এই উৎসব(গরুর ঈদ), “ধর্ম যার যার উৎসব সবার” এই শ্লগানের মধ্যদিয়ে বাংলাদেশের বুক থেকে ইসলামিক কালচারকে ধবং করার পথে প্রধান বাঁধা হয়ে দারিয়েছে।
দুইঃ যারা তাদের এই আজন্ডা বাস্তবায়নে বাঁধা হয়ে দারাবে তাদেরকে তারা শাস্তি দিবে এই কথা বলে যে, তারা, হয় তারা সাম্প্রদায়িক নয়তো পাকিস্তান পন্থী নয়তো রাজাকার( অবশ্য এটা নির্ভর করবে তার তার বয়স কত তার উপর), মৌলবাদী কিংবা অঙ্গী-মঙ্গী-জঙ্গি বলে।
এখানে উল্লেখ্য খ্রিষ্টানদের কাছে গরুর মাংশ খুবই প্রিয়, সুতরাং এটা যে তাদের দাবী না এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঐ তথাকথিত ঐক্য পরিষদ নেতারা কি নগ্ন পদে ছিলেন? না জুতা কেনার সময় চামড়ার ঠিকুজী বের করেন?
আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা কুফুরি। আর এ কুফুরির দাবী জানিয়ে তারা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন।
এটা ভারত নয় বাংলাদেশ।
মন্তব্য করতে লগইন করুন