ব্লাক কেট খ্যাত সুরঞ্জিত সেন গুপ্ত ও স্কাইপে খ্যাত এস কে সিনহার মাঝে মিল-অমিল
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৩ জানুয়ারি, ২০১৬, ০৬:০৯:৫৪ সকাল
স্কাইপে খ্যাত প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, আমাদের এখানে একটি ভুল নীতি চলে আসছে। বিচারকরা রিটায়ার্ড করার পর রায় লিখেন। পৃথিবীর কোনো দেশে এই নিয়ম নেই। আমাদের দেশ একটি আজিব দেশ। রিটায়ার্ডের পর বিচারক রায় লিখেন ব্যক্তিগত তার কি ইন্টারেস্টে? আইন ও সংবিধানের পরিপন্থি।
ব্লাক কেট খ্যাত সংবিধান গুরু সুরঞ্জিত সেন গুপ্ত এ প্রসঙ্গে বলেন, পৃথিবীর অনেক দেশেই বিচারকরা রিটায়ার্ড করার পর রায় লিখেন !!
এক বিষয়ে উভয়ের মাঝে সুন্দর মিল রয়েছে, আর তা হ’ল “হাসিনা বন্দনা”
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ ১০ রাষ্ট্রপ্রধানের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। তাঁকে মডেল সিঙ্গাপুর এবং মডেল মালয়েশিয়া তৈরির রাষ্ট্রনায়কের সঙ্গে তুলনা করা হয়। এ স্বীকৃতিও আমাদের জন্য গর্বের।’
সংবিধান গুরু সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই যদি সব কাজ করতে হয় (অর্থাৎ বাংলাদেশের সব ভাল কাজ একা প্রধানমন্ত্রীই করে থাকেন) তবে রাবিশ-খবিশ (অন্য মন্ত্রীরা) –রা কী করেন?
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন