উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ মিডিয়া এখন সম্পূর্ণ স্বাধীন--প্রধানমন্ত্রী

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৩ জানুয়ারি, ২০১৬, ০৫:২৭:৫৮ সকাল

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম ‘স্বাধীনভাবে’ সরকারের সমালোচনা করতে পারছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের মিডিয়া এখন সম্পূর্ণ স্বাধীন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল বাক-স্বাধীনতা হরণের দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ।

এ প্রসঙ্গে রাশিয়ার রক্ত-পিপাসু,তাইরানিক, ঘোরতর ম্যাটেরিয়ালিস্ট স্বৈরশাসক স্টালিনের আমলের একটি ঘটনা উল্লেখের দাবী রাখে। একদা স্টালিন তার একদলীয় সংসদে দরিয়ে বলেছিল, আমাদের এই সংসদ সারা বিশ্বের জন্য মডেল, কেননা এখানে সকলেরেই নির্ভয়ে স্বাধীনভারে তাদের মত প্রকাশের অধীকার রাখে। তার পর সে সকলকে উদ্দেশ্য বলে ছিল, এই বিষয়ে কারো কোন দ্বি-মত আছে কী ? বলা বাহুল্য সেই সময়ে কেউই তার মতের সাথে দ্বি-মত করেনি!! কেননা তার মতের সাথে দ্বি-মতের পরিণাম যে কী ভয়ংকর, তার জীবন্ত স্বাক্ষী ছিল তারা।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356846
১৩ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৯
সামছুল লিখেছেন : ভালো লাগলো
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
296183
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comments.
356859
১৩ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০০
শেখের পোলা লিখেছেন : সাংবাদিকরা এ কথা শুনেও চুপ কেন? কোঁচে বোধ হয় জিনিষটা নষ্ট হয়েগেছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File