টাইমের বর্ষসেরা ব্যক্তির সংক্ষিপ্ত তালিকায় আই এস প্রধান আবু বকর আল বাগদাদি

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৯:২৬ বিকাল

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব (Person of the Year) উপাধির জন্য এ বছর যে ৮ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে তার মধ্যে রয়েছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। এছাড়া আছেন পরবর্তী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসী গ্রুপ আইএস প্রধানকে তালিকায় রাখা নিয়ে টাইম ম্যাগাজিন বলেছে, আইসিসের নেতা হিসেবে বাগদাদি তার অনুসারীদের স্বঘোষিত ইরাক ও সিরিয়ার খেলাফত লড়াই করার পাশাপাশি তিউনিশিয়া, ফ্রান্সের মতো দেশগুলোতে হামলা চালাতে অণুপ্রাণিত করেছে। আর ট্রাম্পকে নিয়ে বলা হয়েছে, তার আলোচনা সৃষ্টিকারী নানা মন্তব্য তাকে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল প্রার্থীতার দৌড়ে এগিয়ে রেখেছে। শীর্ষ আটে অন্যদের মধ্যে রয়েছেন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353208
০৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : বর্ষসেরা অর্থ সর্বাাধিক আলোচিত।
০৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
293218
আনিসুর রহমান লিখেছেন : সাইফুল ঈদগাহ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের অনেকেই তাদের বিভিন্ন পত্রিকায় সেরা ব্যাক্তি হিসাবে স্থান পেতে পারে। উদাহরণ স্বরূপ বলা যায় আমাদের প্রধান বিচারপতির নাম, কেননা তার মত গুন(বিচার সম্পকিত) সম্পন্ন বিচারপতি পৃথিবীর ইতিহাসে বিরল এবং সমসাময়িক সময়ে তার সাথে তুলনা করা যায় এমন কেউ নেই। শুধুমাত্র তার সম্পকে না জানার কারনে যত সমস্যা। অন্যথায় ‘বিচারক’ বিভাগের তালিকায় তার নাম থাকত তালিকাতে সবার উপরে। আফসোছ আমাদের সম্পকে না জানার কারনে অন্যরা সেই স্থান গুল দখল করে নিছেছ অন্যরা! !
353230
০৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : আমাদের গুলো ওরা চোখে দেখেনা৷
০৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৫:২৫
293260
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comments. Yes you are right. I am also concerns about this matter because when they discover that Bangladeshi people are qualified for the all top positions then they may be feel jealous and may attack the country to change the situation. It is important to note, taking the all top positions of the world are a great crime against humanity!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File