ফাঁসির দেশ বাংলাদেশ!!!!

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০২ ডিসেম্বর, ২০১৫, ০৫:১৪:১১ সকাল

একাত্তরের রণাঙ্গনে কাদেরিয়া বাহিনীর প্রধান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বাঙ্গবীর কাদের সিদ্দিকী গণহারে ফাঁসি প্রসঙ্গ বলেছেন ।

‘৩০ নভেম্বর একদিনে ২৯ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা আন্তর্জাতিক বিশ্বে ফাঁসির দেশ হিসেবে পরিচিতি পাচ্ছি।

ভাবীকালে বিশ্ব মানবতার কাছে এ জন্য জবাব দিতে হতে পারে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘ফাঁসির আদেশ হলেই দেশে শান্তি আসবে, এমন না। ফাঁসি মানে দেশের অবস্থা ভয়াবহ। দেশে শান্তি নেই।’

অবস্থা দেখে মনে হছে, অদূর ভবিশৎতে ফাসির মত বৈধভাবে হত্যা, খুন, গুম, ধর্ষণও চালু হয়ে যাবে! শুধু দরকার যেভাবেই হোক, যে পথেই হোক নির্বাচিত সাংসদের অনুমদন।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352368
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:৩০
শেখের পোলা লিখেছেন : উনিও একদিন ঢাকা স্টেডিয়ামে এক সঙ্গে চল্লিশ জনকে দুনিয়া ছাড়া করে বীর উপাধী পেয়েছিলেন৷এখন পাক্কা মুুসুল্লী বনেছেন৷ তার জন্যও জাবাবদেহী করতে হবে৷
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৯
292581
আনিসুর রহমান লিখেছেন : ভাবীকালে বিশ্ব মানবতার কাছে এ জন্য জবাব দিতে হতে পারে---বঙ্গবীর কাদের সিদ্দিকী
352373
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪১
মাহমুদ নাইস লিখেছেন : বাংলাদেশের সবাইকে ফাঁসি দেওয়া হোক!
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
292584
আনিসুর রহমান লিখেছেন : সবাইকে ফাঁসি দেওয়ার দরকার নেই বা সম্ভব না। তবে এটা নিঃসন্দেহে বলা যায়। ইতিহাসের পাতায় এই সরকার রক্ত পিপাসু সরকার বা ফাঁসি পাগল সরকার (---সরকার গেছে পাগল হইয়া---) নামে পরিচিত পাবে।
352397
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটাই তো এখন গ্যাঁড়াকলে ফাইস্যা গেছে!!
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৩১
292613
আনিসুর রহমান লিখেছেন : : A good king is he which had good minister and a bad king is he who has bad minister
352410
০২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:১২
নাবীল লিখেছেন : আমার ফাসি চাই বইতে উল্লেখিত সেই চরিত্র হীন নারীর ফাসি চাই।
০২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৩২
292614
আনিসুর রহমান লিখেছেন : দুঃখিত আমি আপনার সাথে একমত নই। আমরা চাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। নাস্তিক মুরতাদদের মত কারো ফাঁসি চাই না। তবে ন্যায় বিচারের মধ্যে দিয়ে কারো ফাঁসি হলে সেটা মেনে নিব, সে ব্যাক্তি আমার পিতাই হোক না কেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File