অ্যামনেস্টি ইন্টারন্যাশনালন এর উদ্দেগ হোক সত্য প্রকাশের প্রথম ধাপ -শেষ পর্ব
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৬ নভেম্বর, ২০১৫, ০৫:৪১:২৬ সকাল
সবাই এক মতের ও পথের অনুসারী হবে না এটাই স্বাভাবিক। ব্লগে লেখা-লেখির মধ্যদিয়ে যে কেউ তার মতের স্বপক্ষে যুক্তি প্রমান হাজির করতে পারে। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে এই ব্লগের কেউ কেউ ব্লগে পোস্ট দিছেছ যুক্তি প্রমানের ধার না ধেরে এবং বিষয় বস্তুর উপর নুন্যতম জ্ঞান না রেখেই ব্লগ পোস্ট করছে এবং উল্টা-পাল্টা মন্তব্য করছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই জিদের বশে মন্তব্য করতে যেয়ে অনেক ক্ষেত্রে তারা সত্যকেই প্রতিষ্ঠা করছে এবং এর একটি সুন্দর উদাহরণ হল ব্লগার অপি বাইদান।
যুদ্ধাপরাধে মৃত্যুদ-প্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির আগে অ্যামনেস্টির বিবৃতিটি আসে। বিএনপি ও জামায়াত নেতার বিচার ও আপিল প্রক্রিয়ায় ‘গুরুতর ত্রুটি’ রয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, “একাত্তরে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোও গুরুতর অপরাধ করেছিল। তবে তাদের কারও বিরুদ্ধে তদন্ত হয়নি বা কাউকে বিচারের আওতায় আনা হয়নি।”
এখানে মূলত দুটি অভিযোগ আনা হয়। একটি হল বাংলাদেশের বিচার বিভাগ সংক্রান্ত, বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দেশ-বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে এবং হচ্ছে, সুতরাং এই অভিযোগটি নতুন কোন অভিযোগ নয়। কিন্ত যে অভিযোগটি নতুন এবং অত্যন্ত স্পশকাতর তা হল একাত্তরে স্বাধীনতার পক্ষের শক্তিগুলো মানবতা বিরোধী অপরাধের তদন্ত দাবী করা। মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশীদের রয়েছে অসীম ভালবাসা, শ্রদ্ধা, দরদ ও আবেগ এবং প্রকৃত মুক্তিযোদ্ধারা শুধু দেশ স্বাধীন করেই ক্ষান্ত হননি বরং তারা যখনই বাংলাদেশীদের উপর কোন বিপদ নেমে এসেছে তা থেকে উদ্ধারে নিজেদের জীবন বাজী রেখে এগিয়ে এসেছে, তারা আমাদের একদলীয় স্বৈরাতান্ত্রিক যাঁতাকল থেকে রক্ষা করেছে। আমাদের সঠিক নেতৃত্ব দিয়ে বিশ্ব আসনে প্রতিষ্ঠা করেছে। তবে একথাও ঠিক, সব জিনিসের যেরূপ ভাল-খারপ থাকে সেরূপ প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে ঘাপটি মেরে আছে কিছু অমানুষ যারা মুক্তিযোদ্ধাদের ভাব মূর্তিকে ঢাল হিসাবে ব্যাবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এখনও করে যাচ্ছে। বস্তুত আদের বিষয়ে অভিযোগ করেছে এবং তদন্ত দাবী করেছে। এ সংক্রান্ত একটি পোস্ট যখন আমি ব্লগে দেই তখন ব্লগার অপি বাইদান আবেগের বশবর্তি হয়ে এর বরুদ্ধে বলতে যেয়ে বস্তুত সে নিজের অজান্তে অ্যামনেস্টির অভযোগটিকে/দাবিটি প্রতিষ্ঠা করে সত্য বলে।
অপি বাইদান লিখেছেন :
ঠিক বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় বীর মুক্তি যোদ্ধারা অসংখ্য পাকিস্তানি সৈন্য এবং তাদের দোসর জামাতী রাজাকার হত্যা করেছে। ঐ সময় গোআজম, সাকা, মুজাহিদ গং পালিয়ে প্রানে বেঁচে গেছে। এমেনিষ্টি ইন্টারনেশনাল সেই সত্যটিই প্রকাশ করেছে। অপেক্ষায় থাকেন, যদি পূর্ব ফাঁকিস্তানকে আবার ফিরিয়ে আনা যায় তাহলে মনের সুখে মুক্তিযোদ্ধা'দের বিচার করা যাবে। তবে সাকা, মুজাইদ্দার ক্ষমা নেই। ধন্যবাদ।
| |
১১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪২
289955
আনিসুর রহমান লিখেছেন : যে মনে করে ২+২ = ৪ একটি ফানি যুক্তি কিন্ত ২+২ = ৫ = সঠিক
তার বুঝার ক্ষমতা যে কী, বুঝার জন্য কোন বুদ্ধি খরচের দরকার পরে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগর গুরুত্ব বুঝেছেন বলেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুঝেছেন প্রতিক্রিয়া যানিযেছেন কিন্ত আপনার মত ----- বুঝ বুঝলে সে কখনই এর প্রতিবাদ জানাত না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগর গুরুত্ব বুঝেছেন বলেই মুরগী শারিয়ার বোন আফরোজ বুবু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে রাজাকার বলে গালী দিয়েছে কিন্ত আপনার মত ----- বুঝ বুঝলে সে কখনই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে রাজাকার বলে গালীগালাজ করত না।
ভোটের আগে ভারতীয় জনতা পাটি বলে ছিল তাদের ভোট না দিলে ভারত পাকিস্তান হয়ে যাবে, জনগণ তাদের ভোট দেয়নি তারপাও ভারত পাকিস্তান হয়ে যায়নি। একই ভাবে সত্য প্রকাশ পেলে বাংলাদেশ, বাংলাদেশই থাকবে, পাকিস্তান হবে না, এটা সবাই বুঝে কিছু আবাল ছাড়া। ধন্যবাদ।
|
১১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৩
289956
অপি বাইদান লিখেছেন : 2+2= Joker Naek.......
|
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০১
289958
অপি বাইদান লিখেছেন : সত্য তো প্রকাশ করেছে। ৭১ এ মুক্তিযোদ্ধা'দের হাতে বীর রাজাকার বাহিনীর শহীদ হওয়ার দুঃখ/ব্যাদনা নিয়ে এমেনিষ্টি হা্উ/মাউ করছে। জামাতের টাকা উসল করতে হবে না??
|
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৬
289976
আনিসুর রহমান লিখেছেন : আপনি আপনার প্রথম মন্তব্যে বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সত্যকে প্রকাশ করেছে।
এখন বলছেন (সম্ভবত সত্য প্রকাশের ফলাফলকে বুঝতে পেরে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জামাতের থেকে টাকা খেয়েছে!!!!
আপনার এই অবস্থা দেখে আমার একটা ছোট্ট ঘটনার কথা পরল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু, আমরা সবাই যারে তার উল্ট-সিধা বুদ্ধির জন্য এড়িয়ে চলতাম, সে তার সাথে উঠাবসা করত, এক দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি ঐ লোকের সাথে উঠাবসা কর, উত্তরে সে আমাকে যা বলল তা শুনে আমার আক্কেল গুরুম। সে বলল, “ অনেক সময় আবাল দিয়েও কাজ হয়।
এখন আমার মনে হছেছ “আবাল” দিয়ে কাজ হলও হতে পারে কিন্তু আপনার মন্তব্যের উত্তর দেওয়া বোকামি কেননা শুধু সময় নষ্ট হবে। কোন কাজ হবে না।
|
২
349369
১১ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৬
অপি বাইদান লিখেছেন : আহ! ফেরেস্তার মত নিস্পাপ রাজাকারের বাচ্চাকে এ ভাবে মারা হছ্ছে। যান, ব্লগে কাঁন্নাকাটি না করে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আ্যামেনিষ্টিকে মামলা করতে বলেন। ( এখানে সে একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ তোলার মধ্যদিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবীকে সঠিক বলে রায় দিয়েছে!!!!!!!)
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারতমানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ঐ বিশেষ গুষ্টি আমাদের মুক্তিযুদ্ধকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যাবহার করছে এবং তাদের রাজনৈতিক প্রতি-পক্ষকে শুধু যে রাজাকার বলছে তাই নয় বরং তাদেরকে বিচারের নামে ফাসিতে ঝুলানোর ব্যাবস্থাও করছে।
আমি বেশ কিছু রাজাকারকে চিনতাম,এখনও অনেকে চেনে,কিন্তু তাদের কোনো বিচার হয়নি।>> কেন তাদের বিচার হয়নি আশা করি তা এখন পরিষ্কার
মন্তব্য করতে লগইন করুন