আইনে আস্থা আছে, বিচারে নেই’
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৩ নভেম্বর, ২০১৫, ০৫:১৬:৩২ বিকাল
নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকবললেন, ‘আইনে আস্থা আছে, বিচারে নেই’
গত পাঁচ থেকে সাত বছরের নজির টেনে নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে কিন্তু চলমান বিচারের প্রতি আস্থা নেই। !!!!!!!
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মামলার প্রস্তুতি নেওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাগর-রুনির হত্যার কালপ্রিটকে এখনও খুঁজে পাওয়া যায় নি , ৪৮ ঘন্টা গত সাড়ে ৩ বছরেও শেষ হয় নাই ।
আইন হল কাজির গরু - কিতাবে আছে গোয়ালে নেই ।
মন্তব্য করতে লগইন করুন