ব্লগার ভায়েরা স্বঘোষিত গবেষক ব্লগার মোহাম্মদ ফখরুল ইসলাম কি জিনিস ভালভাবে জেনে নিন।
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৬ অক্টোবর, ২০১৫, ০২:২৪:৩৯ রাত
এই স্বঘোষিত গবেষক ব্লগার এর পোস্টে মাঝে মাঝে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে থাকি। সর্বশেষ তার যে পোস্টে কমেন্ট করেছিলাম সেটার শিরোনাম হল “ অভিভাবকবৃন্দ ! শিবির বা ছাগু কি জিনিস ভালভাবে জেনে নিন”
আমার কমেন্টে উত্তরে তার জবাবগুল ছিল অযৌতিক ও অদ্ভুত। সে আমার এক কমেন্টের(অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে খুন হওয়া দোষেরতো নয়ই বরং গৌরবের ) জবাবে লিখেছে, তো আপনি নিজে খুন হছছেন না কেন!!! আমি কেন এবং কিভাবে খুন হবো এর কারন অব্যশ্য সে ব্যাখ্যা করেনি। ব্লগ সাইটে না থেকে খুনাখুনি করুন !!!!! আমি কেন তার সমার্থকারী দলগুলর ন্যায় আন্যায় ভাবে খুনা খুনিতে লিপ্ত হবো তার ব্যাখ্যা অব্যশ সে দেয়নি। অর্থাৎ সে এখানে অন্যায়ের প্রতিবাদ করা ও মারামারি – কাটাকাটি, খুনাখুনি করাকে এক সাথে গুলিয়ে ফেলেছে। তার চিন্তার সুস্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহের আবকাশ আছে। তার অসুস্থ পাগলাটে গবেষণা দ্বারা আমরা যেন বিপদে না পরি সাবধান সাবধান!!
৪
344483
০৫ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৫৫
আনিসুর রহমান লিখেছেন : আপনার পোস্টটি পড়ার পর পরই, কারা বাংলাদেশে হত্যা, খুন, গুম ধর্ষণ সহ বিভিন্ন অনৈতিক ও আপরাধে জড়িত তা যাচাই করার জন্য শুধু আজকের বিভিন্ন দৈনিকের পাতা খুলে যা দেখলাম তা হলঃ ( এখানে উল্লেখ্য যে, অন্য দিন, প্রতি দিন ও একই অবস্থা),
সোহরাওয়ার্দী মেডিক্যালে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, হল ত্যাগের নির্দেশ
শরীয়তপুরের জাজিরায় স্থানীয় আওয়ামী লীগের দু‘গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমার দেশ, তারিখ ৫/১০/১৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুলি করে শিশুকে আহত করার ঘটনায় গতকাল রোববার পর্যন্ত মামলার আসামি (আওয়ামী )সাংসদ মন্জুরুল ইসলাম ওরফে লিটনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। (প্রথম আলো) তারিখ ৫/১০/১৫
এবং আরও অনেক
কিন্ত অনেক খুজেও আপনার কল্পীত দানব ছাত্র শিবিরের অনৈতিক ও আপরাধী কোন সংবাদ পেলাম না।
এ ব্যাপারে আপনার জ্ঞানগর্ভ ব্যাখার অপেক্ষায় থাকলাম।
|
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১২
285893
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : বাংলাদেশে যে শাসক দল ক্ষমতায় থাকে সে দলের ছাত্র সংগঠণ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে । আপনার তথ্যগুলো তাই প্রমাণ করে । আমরা বিএনপি-জামায়াত জোট নির্ভৃর চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকার সময়ও দেখেছি ছাত্র শিবির ও ছাত্র দল পরস্পর খুনোখুনি করতে । এমনকি মৌলভীবাজারের এক মসজিদে ঢুকে ছাত্র শিবির ও ছাত্র দল খুনোখুনি করে এবং এতে ছাত্র শিবিরের এক সন্ত্রাসী মারা যায় । এর পর তারেক রহমান বলেন : " শিবির ও ছাত্রদল পরস্পর এক মায়ের দুই সন্তান । " তারপরও শিবির ও ছাত্রদল পরস্পর মারামারি ও আদিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যায় । তখনকার সময় পত্রিকাতে আমরা ছাত্রদল ও ছাত্র শিবিরের মারামারির খবর দেখতাম ।
এখন দেখে থাকি ছাত্র লীগের দুই গ্রুপের মারামারি ও খুনোখুনি ।
আমার অভিমত, বাংলাদেশের রাজনীতিকরা বাংলাদেশকে ভালবাসেন না । এজন্য তারা নিজেদের ছেলে-মেয়েদের বিদেশ পাঠিয়ে অন্যের ছেলে-মেয়েদের আধিপত্য বিস্তারের জন্য ব্যবহার করে থাকেন ।
আমি আমার লেখায় ছাত্র শিবির মুখোশের আড়ালে মুসলিম সমাজের জন্য ও অভিভাবকদের জন্য অভিশাপ স্বরুপ - তা তুলে ধরেছি ।
|
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৬
286026
আনিসুর রহমান লিখেছেন : মন্তব্য গুল বাংলায় লিখেছি, মুছে ফেললে দয়া করে তার কারন জানাবেন।
আপনার মন্তব্য হতাশাজনক। বর্তমান বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রতি দিনই নিরপরাধ মানুষ হত্যা, খুন, গুম, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। প্রতি দিনের পত্রিকার খবর তার বড় প্রমান। মানুষ এর থেকে বাচার জন্য যখন পথ খুঁজে ফিরছে তখন আপনি যারা এই অসহনীয় অবস্থা থেকে মুক্তির জন্য লড়ছে। তাদের বিরুদ্ধে কলম ধরেছেন এবং বলছেন সত্য ও ন্যায়ের জন্য লড়ছেন!!!!! এটা যদি সত্য ও ন্যায় পথ হয় তবে সত্য ও ন্যায় পথ সংজ্ঞা নতুন করে লিখতে হবে। অর্থাৎ যখন কেউ বৃস্টি থেকে বাচার জন্য ছাতা ব্যাবহার করছে তখন আপনি ছাতার অপকারিতার কথা বলছেন। আপাদ দৃস্টিতে মনে হচ্ছে আপনি নাস্তিক-মুরদাত জাফর ইকবালদের পাতা ফাঁদে পরেছেন। আপনার এই লেখা ইতিহাস হয়ে থাকবে একটি জুলুমশাহি অবৈধ ইসলাম বিদ্বেষী শক্তির মেয়াদকে বাড়াবার জন্য। একটা কথা মনে রাখবেন, যারা অপরাধ করে এবং যারা তাদের কাজে সহায়তা/ সমর্থন করে তারা একই নায়ের মাঝি এবং বৈধ ও অবৈধতার মাঝে পার্থক্য বিরাট বিশাল।
|
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৩:৩৯
286027
আনিসুর রহমান লিখেছেন : আমরা বিএনপি-জামায়াত জোট নির্ভৃর চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকার সময়ও দেখেছি ছাত্র শিবির ও ছাত্র দল পরস্পর খুনোখুনি করতে । এমনকি মৌলভীবাজারের এক মসজিদে ঢুকে ছাত্র শিবির ও ছাত্র দল খুনোখুনি করে এবং এতে ছাত্র শিবিরের এক সন্ত্রাসী মারা যায়
পরস্পর বিরোধী মতবাদধারী দলগুলর মধ্য ঝগড়া- ফ্যাসাদ স্বাভাবিক ব্যাপার। অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে খুন হওয়া দোষেরতো নয়ই বরং গৌরবের বিষয়। কিন্তু আজকের পরিস্তিতি সম্পুর্ণ ভিন্ন। শাসক শ্রনী নিজেদের মাঝেই মারামারি কাটা কাটি করছে ( যা ছাত্র শিবিরের মাঝে আমি খুঁজে পাইনি), নিরীহ শিশু গুলী বিদ্ধ হছে, বাবাকে না পেয়ে তার ছোট বাচ্চাকে পুলিশ থানায় ধরে নিয়ে যাচ্ছে, এমন কী মায়ের পেটের শিশু যে এখনও পৃথির আলো দেখার সুযোগ পায়নি, সে ও গুলী বিদ্ধ হছে। বিষয়টি ভাবে দেখবেন, স্বাভাবিক ও অ- স্বাভাবিক বিষয়কে এক সাথে গুলিয়ে ফেলে খারাপটার পক্ষে গীত গাওয়া এবং ভালটাকে খারাপ বলা- বাতিলের পক্ষেই কথা বলা।
[b]২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
288208
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে খুন হওয়া দোষেরতো নয়ই বরং গৌরবের বিষয়। ? --- তো আপনি নিজে খুন হচ্ছেন না কেন ব্লগ সাইটে না থেকে খুনাখুনি করুন । নাশকতা করুন । দেশটার বারোটা বাজান ।
[/b]
বিষয়: বিবিধ
১৫০৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেহায়ৎ উন্মাদ বৈ কিছু নয়।
ইগি মারেন!
হে আললাহ তাকে হেদায়াত দান কর।
এই দেখে বুঝা যায় যে সে কতটা নির্বোধের মত জামাত-শিবিরকে আক্রমণ করতে যেয়ে পরস্পর বিরোধী বিভিন্ন মতবাদকে এক কাতারে দারা করিয়েছে।
আমাকে ব্লক কোরে রেখেছেন
এই দেখে বুঝা যায় যে সে কতটা নির্বোধের মত জামাত-শিবিরকে আক্রমণ করতে যেয়ে পরস্পর বিরোধী বিভিন্ন মতবাদকে এক কাতারে দারা করিয়েছে।
Thanks for your comments
হে যেভাবে আবোল তাবোল শুরু করিছে, কথন জানি কার গলা ধাক্কা খাইয়া মইরা থাহে, কেউ বলিতে পারেনা। সে এমনিতে মৃত্যু ভয়ে কাহিল হইয়া আছে। আবার মইরা গিয়া খ্যাতিমান হইবারও চান্স আছে। তারে কেউ বদদোয়া করিলেও সেইটাকে সে মৃত্যু হুমকি হিসাবে ধইরা নেয়।
যাউকগ্যা যাই হয়, তার পোষ্টে গিয়া মন্তব্য কইরা মুসিবতে পইড়েন না, এখন যে কেউ মরে পুলিশ বেসামাল হইয়া পরথম খুজ করে নেট জগতে তাঁহার বন্ধু ছিল কাহারা। তখন কিন্তু আপনারাই হইবেন তার খুনির তালিকায় পরথম ব্যক্তি। তাই খাটাশ থেইক্যা যত দুরে থাওন যায় ততই মঙ্গল।
আপনি বলছেন এতে তার প্রচার হচ্ছে। আমিও আপনার সাথে এক মত, আমিও চাছি তাই কেননা এতে প্রচুর ব্লগার তার পাগলা-ছাগলা লিখা পড়ে বিভ্রান্ত হওয়ার হাত থেকে বাচবে বলে আমি মনে করি।
প্রায় পোস্টে আমি তার এসব প্রতিযোগিতার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন করলে সে পিছলিয়ে যায়
মন্তব্য করতে লগইন করুন