পেট্রোল বোমা, আগুন দেয়ার হুমকি ও মানুষ পুড়িয়ে মারা- অর্ধেক অর্ধেক ১/২ , ১/২
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৪৯:২২ সকাল
পোস্টের শিরনামের অর্ধেক- অর্ধেক কথার অর্থ হ’ল, আমার এই পোস্ট কোন পুরানো খবরের উপর ভত্তি করে লেখা না বরং আজকের তাজা(Latest news) খবরের উপর লেখা। সুতরাং পোস্টের এই অংশের ব্যপারে কারো কোন দ্বিমত থাকার অবকাশ নেই। কিন্ত পোস্টের বাকী অংশ, খবরের ব্যাপারে আমার নিজিস্ব মতামত; সুতরাং পোস্টের এই অংশের বিষয়ে মতভিন্নতা থাকা স্বাভাবিক।
পেট্রোলবোমা (সরাসরি সংবাদ পত্র থেকে, that is TRUE FACT ) বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পেট্রোলবোমা হামলা আর ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বেলা ১১ টার দিকে ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ নামের ছাত্রলীগের অফিসিয়্যাল ফেসবুক পেজ থেকে এ দায় স্বীকার করা হয়।
ফেসবুক পেজটির একটি স্ট্যাটাসে হুবহু উল্লেখ করা হয়, ‘চিন্তা করো মামা কি ব্রেইন। পেট্রোল বোম ককটেল মারছি আমরা আর দোষ হচ্ছে বিএনপি ছাত্রদল জামায়াত শিবির এর। একেই বলে পলিটিকস।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘রাবি শাখা ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে বলে শুনেছি।’ ওই স্ট্যাটাসটি পরবর্তীতে কারা মুছে ফেলেছে বিষয়টি জানতে চাইলে পেজটি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। তবে হ্যাক হওয়া পেজ এতদ্রত কিভাবে উদ্ধার হয়েছে জানাতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি।
মতামত ঃ তবে হ্যাক হওয়া পেজ এতদ্রত কিভাবে উদ্ধার হয়েছে জানাতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি।
বেশী কথা বলে বিপদ বাড়াই আর কী, বলদ ঠিকই তবে অত বড় বলদ না।
লক্ষ্মীপুরে সিএনজি ও পিকআপ ভ্যানে পেট্রলবোমা বোমা হামলায় ২জনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ নেতারা জড়িত দাবি করে তাদের নাম প্রকাশ করল জামায়াত।
পুলিশ এ ঘটনায় ছাত্রলীগ নেতা মারুপ, মমিন ও দূর্জকে সোমবার সন্ধ্যায় আটক করে। পরে তাদের বিরুদ্ধে কোন মামলা না করেই ছেড়ে দেয় সদর থানা পুলিশ। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল হোসেন শীর্ষ নিউজের এ প্রতিনিধিকে জানান, পিকআপ ভ্যানে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করা হয়নি। তিন ছাত্রলীগ নেতাকে আটকের সময় স্থানীয় জনতা ও গণমাধ্যম কর্মী দেখেছে বলে উল্লেখ করলে পুলিশের এই কর্মকর্তা আটকের বিষয়টি অস্বীকার করেন।
মতামদ ঃ পণ্ডশ্রম কেননা কানা, আন্ধা ও বয়রার থেকে কোন কিছু দাবী করা বোকামি। তবে ভবিষৎ রেকর্ডের জন্য ভাল উদ্দেক।
রূপগঞ্জ উপজেলার ছোনাব এলাকায় বোমা বানাতে গিয়ে ইউনিয়ন ছাত্রলীগের ৪ কর্মী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মতামদঃ হাজার হাজার বোমা বানাতে গেলে ১/২ দুর্ঘটনা তো ঘটতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। এতে দোষের কিছু দেখী না। দেশের জন্য মহান কাজ করতে যেয়ে, গুরুতর আহত ছাত্রলীগের ৪ কর্মীর সুচিৎশার জন্য প্রধান মন্ত্রীর সরাসরি থুরি গোপন উদ্দেক দরকার।
আগুন দেয়ার হুমকি (সরাসরি সংবাদ পত্র থেকে, that is TRUE FACT ) খালেদার কার্যালয়ে আগুন দেয়ার হুমকি ছাত্রলীগের
মতামত ঃ সর্বকালের সর্ব শ্রস্ট সন্তান হল ছাত্রলীগের ছেলেরা, আর এই জন্য তারা দেশের প্রচলিত সকল ধরণের আইন কানুন এর উদ্ধে। এ বিষয়টা বিবেচনায় নিলে তাদের এই হুমকীকে অত্যান্ত নগণ্য বলে মনে হছেছ। ভবিষৎ তে তাদের থেকে আরও বড় বড় হুমকী আশা করছি।
পেট্রোল বোমা, আগুন দেয়ার হুমকি ও মানুষ পুড়িয়ে মারা বিষয়ে সারকারী বিশেষ বুলেটিন(সরাসরি সংবাদ পত্র থেকে, that is TRUE FACT )
পেট্রল বোমা বা কোনো দাহ্য পদার্থ দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা বা যানবাহনে অগ্নিসংযোগকারী কোনো সন্ত্রাসী কার্যক্রমে উস্কানিমূলক সহায়তার উদ্দেশ্যে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হলে এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। ওই তথ্য বিবরণীতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন এবং জনসাধাণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে কতিপয় দৃষ্কৃতিকারী/সন্ত্রাসী ব্যক্তি/ সংগঠন যানবাহনে পেট্রোল/অকটেন/গানপাউডার ইত্যাদি দাহ্য পদার্থ নিক্ষেপের মাধ্যমে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করছে, যা সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ অনুসারে কঠোর শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও উক্তরূপ সন্ত্রাসী কার্যক্রমে কতিপয় ব্যক্তি ও সংগঠন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অর্থায়ন/প্রচার/উস্কানি দিয়ে উক্তরূপ সন্ত্রাসী কার্যক্রমে সহযোগিতা করছেন, যা সন্ত্রাস বিরোধী আইনে কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ অনুসারে: ক) কোন ব্যক্তি পেট্রোল বা অন্য কোন দাহ্য পদার্থ বা কোনো অস্ত্র সন্ত্রাসী কার্যে ব্যবহার করলে বা এ উদ্দেশ্যে নিজ দখলে রাখলে ইহার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও তদুপরি অর্থদণ্ড [ধারা-৬ (২) (উ)] খ) কোন ব্যক্তি পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে কোনো ব্যক্তিকে পুড়িয়ে হত্যা অথবা গুরুতর জখম করলে বা চেষ্টা করলে ইহার শাস্তি মৃত্যুদণ্ড ও তদুপরি অর্থদণ্ড [ধারা-৬ (২) (অ)]। গ) কোনো ব্যক্তি পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে কোনো ব্যক্তিকে পুড়িয়ে হত্যা অথবা গুরুতর জখম করার ষড়যন্ত্র বা সহায়তা বা প্ররোচিত করলে ইহার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও তদুপরি অর্থদণ্ড [ধারা-৬ (২) (আ)]।
মতামতঃ এই বুলিটনের বড় একটা ভুল হ’ল তারা বলতে ভূলে গেছে এই আইন-কানুনগুল শুধু মাত্র বিরোধী পক্ষের লোকদের জন্য, সরকারী পক্ষের লোকদের জন্য তা প্রযোয্য হবে না। কেননা এ বিষয়ে জ্ঞান না থাকার ফলে, হয়তো কোন আইন প্রযোগকারী অফিসার, ভূলে সরকারী পক্ষের লোকদের ধরিয়া, বদলী, চাকরী খয়ানো বা লাত্তি –গুতা খাইয়া পৈত্রিক সূত্রে পাওয়া জানটা হারাইতে পারে।
সন্ত্রাসের ৩০ দিন(সরাসরি সংবাদ পত্র থেকে, that is TRUE FACT)
তারিখ: ০৬/০২/২০১৫
• টার্গেট নিরীহ মানুষ
• ৭০ জনের প্রাণহানি
• পেট্রোলবোমায় দগ্ধ ২০০
• ৯০০ গাড়িতে আগুন
• ভাংচুর সাড়ে ৩ হাজার
• আর্থিক ক্ষতি ৭০,৬২০ কোটি টাকা
আন্দোলনে’ টার্গেট কেবল সাধারণ মানুষ ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের এক মাস পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। এই সময়ের মধ্যে চোরাগোপ্তা পেট্রোলবোমা হামলা, সহিংসতা-নাশকতার শিকার হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের প্রায় সকলেই দেশের সাধারণ নিরীহ খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়ে প্রাণ নিয়ে সুস্থমতো আবার ঘরে ফেরা নিয়ে এখন চরম আতঙ্কে থাকতে হচ্ছে দেশের প্রতিটি সাধারণ মানুষকে। কেননা পেট্রোলবোমায় প্রায় প্রতিদিনই ঝলসে যাচ্ছে কোন না কোন সাধারণ মানুষের শরীর।
মতামতঃ সরকারী মুখপাত্র দৈনিক জনকণ্ঠ থকে নেওয়া। মতামত নিস্প্রোজন
(সরাসরি সংবাদ পত্র থেকে, that is TRUE FACT) মানুষ পুড়িয়ে মারা মানবাধিকার ও ইসলামবিরোধী – প্রধান মন্ত্রী
মতামতঃ প্রধান মন্ত্রীর কাছে আমজনতার জিজ্ঞাসা, মানবাধিকার ও ইসলামবিরোধী কারা?? কেন তাদের বিচারের আওতায় না এনে নিরীহ লোকদের হয়রানি করা হছে।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন