বিরোধী জোটের চলমান আন্দলোণ, জন সমর্থন ও আওয়ামী ফ্যাসিস্ট চরিত্র
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২২ জানুয়ারি, ২০১৫, ০৬:৫২:২৯ সন্ধ্যা
সংবাদপত্রের থেকে নেওয়া নিন্মের খবরগুল বিরোধী জোটের চলমান আন্দলোণ যতই জন সমর্থন অর্জন করছে সেই অনুপাতে আওয়ামী ফ্যাসিস্ট চরিত্র প্রকাশ হয়ে পরার স্বপক্ষে প্রমান দেয়। একই সাথে দলটি যে ক্রমশ করুন পরিনিতির দিকে আগ্রসর হচ্ছে তাও নির্দেশ করছেঃ---
জনসমর্থন থাকলে দমন-পীড়ন করতো না সরকার- বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।(ডেইলী আমার দেশ)
দেখামাত্র গুলির ঘোষণা কোন সভ্য সমাজে চলতে পারে না’-- সমাজকল্যাণমন্ত্রী কর্তৃক দেখামাত্র গুলির ঘোষণায় গভীর উদ্বেগপ্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিচার ছাড়া গুলি করে মানুষকে মেরে ফেলার মতো ঘোষণা কোন সভ্য সমাজে চলতে পারে না বলেও মনে করে সংগঠনটি। (ডেইলী আমার দেশ)
বিএনপির অবরোধ ভুয়া উল্লেখ করে 'খালেদা জিয়া অসময়ে যুদ্ধ ডেকেছেন' বলে অভিযোগ করেছেনস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সঙ্গে তিনি 'এ যুদ্ধের সেনাপতি খালেদা ছাড়া সৈন্যরা সব মারা গেছে' বলেও মন্তব্য করেন। (ডেইলী আমার দেশ)
রাজনৈতিক অস্থিরতার আড়ালে দেশজুড়ে চলছে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য। বিরোধী জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের নামে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষকেও। (ডেইলী মানবজমিন)
শাসকগোষ্ঠী রক্তের নেশায় মেতে উঠেছে –বি,এন, পি(ডেইলী মানবজমিন)
বাংলাদেশে রাজনীতি থাকবে কি থাকবে না এটি প্রশ্ন হয়ে দেখা দিয়েছে -- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ডেইলী সংগ্রাম)
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানস্থ অরক্ষিত কার্যালয়ে হামলার টার্গেট করেছে সরকারি দল। এমন অভিযোগ বিএনপির একাধিক নেতার। (ডেইলী সংগ্রাম)
অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ও আরও কয়েকটি সংগঠন।(ডেইলী প্রথম আলো)
ঢাবিতে বোমা মারতে গিয়ে ছাত্র লীগ নেতাসহ আহত ৫ (ডেইলী দিনকাল)
খালেদা জিয়া ও বিএনপিকে নিঃশেষ করতে নেতাদের নির্দেশ চান শামীম উসমান (ডেইলী আমার দেশ)
যাত্রী ও গণপরিবহন জিম্মি করে রাজনৈতিক সহিংসতায় ২৫ মাসে নিহত হয়েছে ৩২৪। আহত হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৮৬৫। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক সহিংসতা, পেট্রোলবোমার আগুনে পুড়ে মরেছে ২২২ যাত্রী, ৭৩ চালক ও পরিবহন শ্রমিক। (ডেইলী জনকণ্ঠ)
রাজধানীর মোহাম্মদপুরে জয় বাংলা স্লোগান দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। (ডেইলী আমার দেশ)
গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রীর অহিংস আন্দোলন চলবে : ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপির(ডেইলী আমার দেশ)
জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে নৈরাজ্যকারিদের সনাক্ত করুন: জামায়াত(ডেইলী আমার দেশ)
আজকের সংবাদ পত্র থেকে নেওয়া এই খবরগুল এই নির্দেশ করছে যে, অবৈধ ক্ষমতার মতমত্ত একটি দলকে কতখানি অমানবিক, অত্যাচারি ও বর্বর করে দেয়; যার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়, যদিও তা তারা এক্ষণ বুঝতে পারছে না।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে নৈরাজ্যকারিদের সনাক্ত করুন: জামায়াত(ডেইলী আমার দেশ)
I think only these two statement are good enough to understand whom are involved this type of criminal activities.
জামাতের কথামত চিহ্নিত নৈরাজ্যকারী পেলাম নয়াদিগন্তের সাহায্যে,
মন্তব্য করতে লগইন করুন