ফ্যাসিইম বিরোধী ও গনতন্ত্র পুন: –উদ্ধারের আন্দলোণ বিজয়ের দ্বারপ্রান্ত দরকার শুধু ধৈয

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১১ জানুয়ারি, ২০১৫, ০৮:১৩:৩০ সকাল

সংবাদপত্রের থেকে নেওয়া নিন্মের খবরগুল ফ্যাসিইজন বিরোধী ও গনতন্ত্র পুন –উদ্ধারের আন্দলোণের বিজয়ে যে দবারপ্রন্তে তার স্বপক্ষে প্রমান দেয় :-----

দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে: সুজন

সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ (ডেইলী আমার দেশ)

অবরোধকারীদের দিকে ছোড়া গুলি লাগল পুলিশের গায়ে (ডেইলী আমার দেশ)

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে গাড়িতে আগুন (ডেইলী আমার দেশ)

পুলিশ-বিজিবির পাহারায় চালিত বাস-ট্রাকেও হামলা (ডেইলী আমার দেশ)

বিরতিহীন আন্দোলনের প্রস্তুতি জামায়াতের (ডেইলী আমার দেশ)

টানা অবরোধে ভেঙে পড়েছে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। সরকারের তরফে চেষ্টা করেও মহাসড়কে যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক নামানো যাচ্ছে না। গতকাল পুলিশ ও বিজিবি’র প্রহারায় কিছু গাড়ি চললেও বিভিন্ন স্থানে অবরোধকারীদের হামলার শিকার হয়। রাতে বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে একের পর এক নাশকতার কারণে ট্রেন যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়েছে। লণ্ডভণ্ড হয়ে পড়েছে সময়সূচি। নাশকতার কারণে যাত্রা বাতিল করতে হচ্ছে নির্ধারিত ট্রেনের। গতকাল রাজধানীর সদরঘাটে একটি যাত্রীবাহী লঞ্চেও আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া রাজধানীতে অবরোধের পঞ্চম দিনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের গাড়িসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। (ডেইলী মানবজমিন)

বিপর্যস্ত তিন খাত সমঝোতা চায় এফবিসিসিআই (ডেইলী মানবজমিন)

অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলেছে রাজনীতি (ডেইলী প্রথম আলো)

আবরধের ফাঁদে অর্থনীতি (ডেইলী যুগান্তর)

রাজধানীতে তীব্র গ্যাসের সংকট (ডেইলী ইনকিলাব)

সরকার নাশকতা করতে পারে সতর্ক থাকুন সরবাত্নক প্রতিরোধ গড়ে তুলুল –রিজভী (ডেইলী ইনকিলাব)

খালেদা জিয়াও গ্রেফতার হতে পারেন (ডেইলী জনকণ্ঠ)

যে কোন ধরনের নাশকতাকারীকে দেখামাত্র গুলির নির্দেশও আসতে পারে (ডেইলী জনকণ্ঠ)

টানা অবরোধে অচল সড়ক যোগাযোগ (ডেইলী নয়া দিগন্ত)

এ কেমন বিপদজনক বাংলাদেশ (ডেইলী নয়া দিগন্ত))

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বিএনপি জামাতের দালাল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড.কামরুল ইসলাম। (ডেইলী আমার দেশ)

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300115
১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:২২
রক্তলাল লিখেছেন : হাসিনা আর তার কু্ত্তালীগ এমনেই মানুষ হত্যা করবে- আন্দোলন করলেও করবে, না করলেও করবে।

তাই আন্দোলন করেই মরা উচিত-

কালা মানিক, হাসিনা, ইনু, লতিফ, কামরুল এদের চামড়া তোলার পর যা হবার হবে!


১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৬
242896
আনিসুর রহমান লিখেছেন : I am agree with you.sacrifice the life for noble cause is always rewarded and never go in vein. In Bangladesh present situation is "Do or Die" in this case there is no option except figst against the evil fourceses.
300120
১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : সরকার হাগল হইয়া গ্যাছেগা৷ গাড়ি পুড়িলে দাম দিবার চাইছে৷ এই সুযোগ যার যত অচল গাড়ি আছে, পুড়াইয়া ফেল৷ নতুন পাইবা
১১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:১৩
242899
রক্তলাল লিখেছেন : আমি কয়েকটা পুরান গাড়ি কিনতাম চাই। কই পাই?

১২ জানুয়ারি ২০১৫ রাত ০৩:৩৫
242976
আনিসুর রহমান লিখেছেন : ভাই শেখের পোলা আমার মনে হয় আপনি সৎ উপদেশ দেওয়ার আগে এই জন নেত্রীর অতীত ইতিহাস আমলে নেন নাই। সে বলে ছিল, খুব সস্তা দরে চাউল খাওয়াবে বাংলাদেশী জনগণকে (নির্বাচনী অয়াদা) কিন্তু বস্তব অবস্থা তো দেখতেই পাছেন। সে এক বার ওয়াদা করেছিল তাকে নির্বাচিত করলে সে তার ৫৭তম বৎসর বয়েসে রাজণিতি থেকে অবসর নিবে কিন্তু বস্তব অবস্থা তো দেখতেই পাছেন। তার এ ধরনের ওয়াদার সংখ্যা গুনিয়া শেষ করিতে পারিবেন না।
সুতরাং বুঝতেই পারছেন, কারো যদি ভাঙ্গা- চুরা কোন মতে চলার উপযোগি গাড়ী থাকে তবুত একটা গাড়ী আছে বলতে পারবে ও তার ঠেকা কাজ চলবে। সেটা যদি তেনার মিস্টি কথা শুনিয়া পুড়াইয়া ফেলে তবে আম ও ছালা দুটাই হারাইয়া চোখে দেখবে সুর্ষে ফুল। আমাদের মনে রাখতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিতে নাই।
১২ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৬
242981
শেখের পোলা লিখেছেন : বাঙ্গালী ৭১ এ মিষ্ট কথায় ভোলার কারণে আজও ঘাণী টেনে চলেছে৷ শেষ কবে জানানাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File