ন্যায় বিচারের কথা বললেই জঙ্গীবাদের উস্কানিদাতা : ড. মিজান

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৮ নভেম্বর, ২০১৪, ০৪:৪৯:৩৬ রাত

ন্যায় বিচার সম্পর্কে কোনো কথা বললেই আমাকে জঙ্গীবাদের উস্কানিদাতা হিসেবে আখ্যা দেয়া হয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান বলেন, দেশের পুলিশ যখন বন্দুক ঠেকিয়ে কোনো সাধারণ জনগণকে গুলি করে এটা কোন ধরনের আইনের মধ্যে পড়ে? এতে মানবাধিকার লঙ্ঘন হয় না?

আর আমি যদি তাদের ন্যায় বিচারের কথা বলি তখন আমাকে জঙ্গীবাদের উস্কানিদাতা হিসেবে ঘোষণা করা হয়। দেশে আইন আছে, কেউ অপরাধ করলে তাকে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে। পুলিশের এ ধরনের বর্বরতা কোনো সভ্য দেশে নেই বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

100% copy paste

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282210
০৮ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২০
হতভাগা লিখেছেন : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তো ! চরম ধান্ধাবাজ এই লোক । রানা প্লাজার ঘটনার পর উনাকে দেখা যায় নি ।

সুযোগ বুঝে ডায়লগ ছাড়ে (আসলে ডায়লগ মারা ছাড়া তো তার আর কাজ নেই )সরকারের বিপক্ষে , নিজেকে নিরপেক্ষ তথা মহান দেখাতে । যাতে মানুষ মনে করে যে এই একটা লোককে ভাল পাওয়া গেল যে সরকারের কাজের প্রতিবাদ করেছে সরকারে থেকেও ।

আসলে সে সরকারেরই প্রেক্রিপশনে কখনও কখনও সরকারকে দুষে। উনি ঢাবির নীল দলের শিক্ষক এটা উনি বার বার মনে করিয়ে দেন ।

বিএসএফের কিলিংয়ের ব্যাপারে তাকে কোন কার্যকর স্টেপ নিতে বা স্টেপ নিতে সরকারকে বাধ্য করাতে দেখা যায় নি ।

আজ মানবাধিকার একটা হাস্যকর বিষয়ে পরিনত হয়েছে বাংলাদেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অকর্মন্যতায় ।
০৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:০৫
225925
আনিসুর রহমান লিখেছেন : আজ মানবাধিকার একটা হাস্যকর বিষয়ে পরিনত হয়েছে বাংলাদেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের অকর্মন্যতায়
Thanks for your comment. I am agree with you
282291
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবে মানবাধিকার কমিশন এর কাজ কি?
শুধু কথা বলা?
০৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১২
225926
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your comment.
তবে মানবাধিকার কমিশন এর কাজ কি? Their only job was to protect the crimal and fasciest ragime but but sometimes they do some good thing, like Lemon or this statement because try to proof, he is the right person for the chair.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File