প্রতারনা (cheating) নাস্তিক-মুরদাত ও ইসলাম বিরোধী শক্তি স্টাইল(গুমর ফাঁশ-Anti-Tagging Table৬

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৬ নভেম্বর, ২০১৪, ০৩:০০:০৫ দুপুর

প্রিব :

মৃত্যুঃ জেল খানায় স্বাভাবিক মৃত্যু ঘটে।

মৃত্যু পর প্রতিক্রিয়াঃ তার জন্য কেউ শোক প্রকাশ করে নাই। জনতার ক্ষোপের কারনে তার লাশকে গোপনে অজ্ঞাত স্থানে সমাহিত করা

বিচার পক্রিয়া : জাতীয় ও আন্তরজাতিক ভাবে স্বীকৃত ও গ্রহণ যোগ্য এবং আদালতের গ্রহণ যোগ্যতা নিয়ে বিশ্বের কেউ কখনও কোন প্রশ্ন তোলেনি।

রুডলফ হেস

মৃত্যুঃ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়ে জেলখানায় আত্নহত্যা করেন।

মৃত্যু পর প্রতিক্রিয়াঃ তার জন্য কেউ শোক প্রকাশ করে নাই। রাতের অন্ধকারে হেসকে গোপনে কবর দেওয়া হয়েছিল

বিচার পক্রিয়া : জাতীয় ও আন্তরজাতিক ভাবে স্বীকৃত ও গ্রহণ যোগ্য এবং আদালতের গ্রহণ যোগ্যতা নিয়ে বিশ্বের কেউ কখনও কোন প্রশ্ন তোলেনি।

গোলাম আযম:

মৃত্যুঃ বিতকিত কোট তকে জেলে পাঁঠালেও, তার মৃত্যু ঘটে হাসপাতালের বেডে!!

মৃত্যু পর প্রতিক্রিয়াঃ তার জন্য বিশ্বের সকল প্রান্তের মুসলমানরা, মাগফেরাতের দোয়া করেন ও সালাতে জানাজা অংশ নেন এবং এতে বিশ্ব খ্যাত ওলেমারা অংশ নেন। তিনি -ই বাংলাদেশের এক মাত্র ব্যাক্তি যার মৃত্যু পর বিশ্বব্যাপী মুসলমানদের এরূপ ভালবাসা ও সসম্মান পান।

[b]বিচার পক্রিয়া :[/b] জাতীয় ও আন্তরজাতিক ভাবে অস্বীকৃত ও অগ্রহণ যোগ্য। আদালতের গ্রহণ যোগ্যতা নিয়ে বিশ্বের বিভিন্ন মানবাধিকার organization প্রশ্ন তোলে ও পতিবাদ জানায়। ফ্যাসিস্ট রেজীম নিজেদের খুশী মত ঘন ঘন আইন পরিবতন, চোর-বাটপারকে সাক্ষী হিসাবে আনয়ন , আদালত থেকে সাক্ষী গায়েব ও নির্যাতন ইত্যাদি ঘটনার জন্ম দিয়ে বস্তুত আদালতকে হাস্য রসে পরিণত করে এবং শুধু আইনবিদদের কাছেই নয় বরং আম জনতারও কাছে তার গ্রহণ যোগ্যতা হারায়।

চলবে------

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281780
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
মামুন লিখেছেন : লিখাটি পড়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File