জামাতে ইসলামি খারাপ দল, আওয়ামী লীক ভাল দল – মরহুম অধ্যাপক গোলাম আযম
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৬ অক্টোবর, ২০১৪, ০৪:০৯:৩৯ বিকাল
হাঁ আজকে মরহুম অধ্যাপক গোলাম আযম স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত এক আলোচনায় সভায় এক বক্তা বললেন একথা। ঘটনা হল, এক বার একই প্লেনে শেখ মুজিব ও গোলাম আযম যাছছিলেন। গোলাম আযম যখন নিজের সিটের খোঁজ করছিলেন তখন তার কাছে থাকা শেখ মুজিব গোলাম আযমকে ডেকে তার কাছে বসতে অনুরোধ করেন। গোলাম আযম তার কাছে বসলে পরে, শেখ মুজিব গোলাম আজমকে উদ্দেশ করে বলেন, আপনার মত ভাল লোক কেন খারাপ দল জামাতী ইসলাম করেন? বরং ভাল দল আওয়ামী লীগ করেন! উত্তরে মরহুম অধ্যাপক গোলাম আযম বলেন, আমরা সব ভাল লোকেরা করব খারাপ দল জামাতে ইসলামি আর আপনারা সব খারাপ লোকেরা করবেন, ভাল দল আওয়ামী লীগ।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন