কবর থেকে নাতনীকে দাদীর ফোন!!!!!!

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৮ অক্টোবর, ২০১৪, ০৫:১৪:৩২ সকাল

মাঝরাতে হঠাত্ ফোন বেজে উঠলো। রিসিফ করেই ধক করে উঠলো বুক। এ কার কণ্ঠ! এতো অনেক আগে মরে গেছে! তাহলে এই ভার্চুয়াল জগতে এখন প্রেতাত্মারাও ঘোরাফেরা করে নাকি! এতো হরর সিনেমার গল্প!!

সম্প্রতি লন্ডনে এমনি এক ভৌতিক ঘটনা ঘটেছে। বছর বাইশের তরুণী শেরি এমারসন এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। মোবাইল ফোনে বছর তিনেক আগে মৃত দাদীর এসএমএস পেয়ে রক্ত হিম হয়ে গিয়েছিল তার।

২০১১ সালে মারা যান শেরির দাদী লেসলি এমারসনের (৫৯)। সমাধিস্থ করার সময় কফিনে দেয়া হয় তার প্রিয় কয়েকটি জিনিস। যার মধ্যে ছিল লেসলির সাধের মোবাইল ফোনটিও।

আদরের নাতনি শেরি দাদী হারানোর পর সেই নম্বরে মাঝে মধ্যেই মেসেজ পাঠাতেন। এভাবে মেসেজ পাঠিয়ে নাকি নিজেকে দাদীর কাছকাছি বোধ হয় তার।

কিন্তু একদিন সকালে ইনবক্স চেক করে ভয়ে রক্ত হিম হয়ে যায় শেরির। তার মেসেজের উত্তর দিয়েছেন দাদী। লিখেছেন, তিনি শেরির ওপর নজর রাখছেন। ভয়ে অসুস্থ হয়ে পড়েন শেরি। ভূতের বিশ্বাস না করে, তখন বিষয়টি নিয়ে খোঁজ-খবর শুরু করেন শেরির চাচা। ওই নম্বরে আবার ফোন করেন তিনি।

শেষে জানা যায়, ওই ফোন নম্বরটি যিনি ব্যবহার করছিলেন, তার মৃত্যু হয়েছে জেনে, সেই নম্বর অন্য এক গ্রাহককে দেয়
অপারেটর কোম্পানি। যে ব্যক্তি ওই নম্বরটি ব্যবহার করছিলেন, তিনি মাঝেমধ্যেই অচেনা নম্বর থেকে মেসেজ পেয়ে শেষে একদিন মজা করে উত্তর দেন। আর এতেই ঘটে বিপত্তি। পরে অবশ্য ওই ব্যক্তি এবং অপারেটর কোম্পানি উভয়েই শেরির কাছে ক্ষমা চেয়েছে। এ ওয়ান নিউজ

বিষয়: বিবিধ

১০০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275484
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৯
অয়ন খান লিখেছেন : মজা পেলাম। ধন্যবাদ
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫৭
219771
আনিসুর রহমান লিখেছেন : Thanks for read my post.
275499
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০২
শেখের পোলা লিখেছেন : ভৌতিক হলেও মজার বিষয়৷ তবে গলাটা মৃত দাদীর মত হওয়াই ভৌতিক৷
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫৯
219772
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your interesting comments and rational thinking.
275510
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
নিরবে লিখেছেন : খুব ভয়ংকর না তাই ভালো লাগলো।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০১
219774
আনিসুর রহমান লিখেছেন : আমি খুব ভয়ে ভয়ে ছিলাম কেউ না আবার আমার পোসট পড়ে মারা যায়!!!
Thanks God its not happening
275551
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪১
দিশারি লিখেছেন : Happy] Happy] Happy]
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০২
219775
আনিসুর রহমান লিখেছেন : Happy Happy Happy Happy Happy Happy
275560
১৮ অক্টোবর ২০১৪ সকাল ১১:০২
ফেরারী মন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এও কি সম্ভব? Surprised
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১১
219777
আনিসুর রহমান লিখেছেন : Yes it is. The world of Allah is very mestrious than our thinking!!! Rolling Eyes Rolling Eyes
275632
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
আফরা লিখেছেন : আমিমমমমমমমমমমমমমম ও একজন মৃত মানুষ আপনাদের সাথে ব্লগিংগগগগগগগগগগগ করছি ।
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৪
219780
আনিসুর রহমান লিখেছেন : আমি কবর হতে আপনাদের সাথে ব্লগিংগগগগগগগগগগগ করছি
Crying Crying Crying Crying
275634
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৩
আফরা লিখেছেন : হায় আল্লাহ ! এখন তো আমার অনেক ভয় লাগছে আমি যদি সত্যি মরে যাই । আল্লাহ আমাকে মাফ করে দিন । আমীন
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৯
219785
আনিসুর রহমান লিখেছেন : দয়া করে মরবেন না। তা হলে এই শোকে আমিও মারা যাবো!! কেননা কেউ আমার কারনে মারা যাবে এটা আমি কখনো ভাবেতে পারিনা।
275655
১৮ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : মজার কথা
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২০
219786
আনিসুর রহমান লিখেছেন : আপনি মজা পাওয়ায় আমার খুব ভাল লাগছে।
275682
১৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
বুড়া মিয়া লিখেছেন : লন্ডনে দেখা যায় অন্ধকার যুগ এখনো পার হয় নাই! এই সামান্য লজিকও বুঝলো না শেরী?
১৯ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৭
219787
আনিসুর রহমান লিখেছেন : Brother not only England, everywhere of the world you find lots of people believe in superstation!!!
To overcome this problems we do not need a university degree rather you need RATIONAL THINKING.Unfortunitely very few people are capable to think rationally!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File